এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচটি সহ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে যাচ্ছে পাকিস্তান। আগামী ১৪ সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ভারতের কাছে হারের পর দু'দলই এই ম্যাচে নামছে এবং ঘুরে দাঁড়ানোর জন্য বদ্ধপরিকর। এই ম্যাচ জিতলেই ২০২৩ এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে জয়ী দল। এর আগে দুই দলই বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে। দুই দলই এখন পর্যন্ত মোট ১৫৫টি ম্যাচ খেলেছে। যেখানে পাকিস্তান জিতেছে ৯২টি, শ্রীলঙ্কা ৫৮টি, চারটি ম্যাচ অমীমাংসিত, একটি ম্যাচ টাই হয়। বৃষ্টি না হলে কলম্বোর পিচ বেশ শুকনো থাকবে, যা গত ম্যাচে দেখা গেছে। স্পিনাররা অনেক সাহায্য পাবে, আর ব্যাটিংও অত সহজ হবে না। কম স্কোরের খেলা হবে, তাড়া করা কঠিন হয়ে যাবে। Bangladesh Cricket: নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের ওয়ানডে দলে ফিরছেন মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল
It's Matchday in Colombo! 🇱🇰🇵🇰
Sri Lanka faces Pakistan in their crucial Super Four showdown. The winner earns a ticket to the #AsiaCup2023 final against India this Sunday.#SLvPAK pic.twitter.com/1fB8hGES2W
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 14, 2023
পাকিস্তানের একাদশঃ মহম্মদ হারিস, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র, জামান খান।
শ্রীলঙ্কার একাদশঃ পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদীরা সামারাবিক্রমা, চরিত আসলঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহেশ থিক্সানা, কাসুন রাজিথা, মাথেশা পাথিরানা।
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সুপার ফোর, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ?
১৪ সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ( R.Premadasa Stadium, Colombo) ২০২৩ এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সুপার ফোর, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ?
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সুপার ফোর, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সুপার ফোর, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সুপার ফোর, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে এবং বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সুপার ফোর, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।