সোমবার ১৭ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium) মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। বাবর আজম ও হারিস রউফের দাপটে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৮ রানে হারিয়েছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও গতকাল ৫৮ বলে শতরান করে স্টেডিয়াম আলোকিত করেন বাবর। ১১টি চার ও ৩টি ছক্কায় সাজানো এই ইনিংসের সুবাদে কিউইদের সামনে ১৯৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ও বাবর উদ্বোধনী জুটি ১০.৪ ওভারে ৯৯ রান তোলে। হাফ-সেঞ্চুরি করেন রিজওয়ানও। বাবর ও ইফতিকার আহমেদ পঞ্চম উইকেটে ৮৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে ২০০ রানের কাছাকাছি পৌঁছে দেন। মার্ক চ্যাপম্যান ৪০ বলে ৬৫ রান করলেও তার প্রচেষ্টায় জয় পায়নি সফরকারীরা।
We obtain a 2️⃣-0️⃣ lead after cruising to another victory tonight 👏
4⃣2⃣ wins in T20Is as captain for @babarazam258 🙌#PAKvNZ | #CricketMubarak pic.twitter.com/oVKGBrHlda— Pakistan Cricket (@TheRealPCB) April 15, 2023
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ?
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium) পাকিস্তান বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ?
নিউজিল্যান্ডের পাকিস্তান সফরে, তৃতীয় টি-২০ ম্যাচ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ অ্যাপে (Sony-Liv)।