Babar Azam (Photo Credit: Disney+ Hotstar/ X)

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডের বিরুদ্ধে একদিনের বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। নেদারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে মাত্র নয় রানে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এশিয়া কাপে ভারতের কাছে হারের পর থেকে একটিও জয়ের মুখ দেখেনি পাকিস্তান এদিকে নেদারল্যান্ড বিশ্বকাপ বাছাইপর্বে ফাইনালিস্ট হয়। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ব্যাটিংয়ের স্বর্গ হয়ে ওঠার প্রতিশ্রুতি দেয়, পেসারদের নিজেদের ছাপ রাখার সুযোগ করে দেয়। তাড়া করাই পছন্দের স্ট্র্যাটেজি হয়ে উঠেছে, এনকাউন্টারে বাড়তি উত্তেজনার আস্তরণ যোগ হয়েছে। আজ দুদলই চাইবে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে। PAK vs NED, ICC ODI World Cup Live Streaming: বিশ্বকাপের প্রথম জয়ের আশায় পাকিস্তান নাকি অঘটন ঘটাবে নেদারল্যান্ডস; সরাসরি দেখবেন যেখানে

টসঃ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেদারল্যান্ডসের। পাকিস্তানের দলে নেই সলমান আলি আগা।

পাকিস্তানের একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলী, শাহীন আফ্রিদি, হারিস রউফ।

নেদারল্যান্ডসের একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও'ডয়েড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বিক, রোলফ ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরেন।