ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর ৪৪তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। আজ শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আট ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জায়গার কথা মাথায় রেখেই এই ম্যাচ খেলতে নামছে তারা। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসরে ১০টি ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও পাকিস্তান। এই ১০টি ম্যাচের মধ্যে ইংল্যান্ড জিতেছে ৪টিতে এবং পাকিস্তান জিতেছে ৫টিতে। ১টি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়। বিশ্বকাপ ম্যাচে ইংল্যান্ডের সর্বোচ্চ ৩৩৪ রান এবং পাকিস্তানের সর্বোচ্চ ৩৪৮ রান, ১৩৪ হল পাকিস্তানের সর্বনিম্ন স্কোর এবং ১৬৫ হল ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর। ব্যাটসম্যান ও বোলার দু'জনেই এই ম্যাচে নিজেদের দক্ষতা দেখানোর সমান সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। এখানে গত পাঁচ ম্যাচে প্রথম ইনিংসে গড় ২৪০ রান। যে দল টস জিতবে, তারা হয়তো এখানে ব্যাট করতে নামবে। PAK vs ENG, ICC ODI World Cup Live Streaming: সেমিফাইনালের ক্ষীণ আশা নিয়ে ইডেন ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান; সরাসরি দেখবেন যেখানে
টসঃ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, দলে কোনো পরিবর্তন নেই। পাকিস্তান দলে হাসান আলি খেলছেন না, তাঁর জায়গায় এসেছেন শাদাব খান।
পাকিস্তানের একাদশঃ আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিকার আহমেদ, আগা সালমান, শাদাব খান, শাহীন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।
ইংল্যান্ডের একাদশঃ জনি বেয়ারস্টো, দাওয়িদ মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার, মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন।