নতুন বছরে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। সিরিজের শেষ এই টেস্ট পাকিস্তানের জন্য মুখরক্ষার লড়াই। টানা ১৬টি টেস্টে ম্যাচ হেরে প্রথম জয়ের আশায় মাঠে নামবে শান মাসুদের দল। এটি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নারের (David Warner) কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ। সিডনিতে তৃতীয় ও শেষ ম্যাচের পর তিনি ক্রিকেটের ঐতিহ্যবাহী ফরম্যাট থেকে অবসর নেবেন। প্রথম টেস্টে ৩৬০ রানে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার পরও ইতিহাস গড়তে ব্যর্থ হয় পাকিস্তান। মির হামজা এবং শাহিন শাহ আফ্রিদির ৪টি করে উইকেট শান মাসুদের দলে প্রথমবার জয়ের আশা জাগালেও আবদুল্লাহ শাফিকের গতকাল ২০ রানে মিচেল মার্শের ক্যাচ ফেলা দেওয়ার সঙ্গেই জয়ের রাস্তা একপ্রকার বন্ধ হয়ে যায়। তবে পাকিস্তান একতরফা এই টেস্টে হারেনি তারা লড়াই চালিয়ে যায়। শেষ দিন পাকিস্তানকে ৩১২ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। ৬৭.২ ওভারে ২৩৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান, ৭৯ রানের জয়ের নায়ক প্যাট কামিন্স দুই ইনিংসে ৫টি করে মোট ১০টি উইকেট নেন। Saim Ayub, AUS vs PAK: সিডনি টেস্টে ইমাম-উল-হকের বদলে ওপেনার হিসেবে আসতে পারেন সাইম আইয়ুব
To the fans at the @MCG and those following along on in Australia and abroad on their TVs, radios, laptops and phones...thanks for making the 2023 Boxing Day Test one to remember! #AUSvPAK pic.twitter.com/NX8FFDLBCH— Cricket Australia (@CricketAus) December 30, 2023
পাকিস্তানের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম-উল-হক, মীর হামজা, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মহম্মদ ওয়াসিম জুনিয়র, সায়ম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ নওয়াজ ও সৌদ শাকিল।
অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টেস্ট ম্যাচ?
৩ জানুয়ারি ৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (Sydney Cricket Ground) তৃতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টেস্ট ম্যাচ?
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ভোর ৫ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টেস্ট ম্যাচ
সরাসরি টিভিতে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টেস্ট ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টসে নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টেস্ট ম্যাচ
সরাসরি অনলাইনে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টেস্ট ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।