এশিয়া কাপ ২০২৩-এর আগে এশিয়ার দুই বড় প্রতিপক্ষ ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে। দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে আফগানিস্তান শ্রীলঙ্কাকে এই সিরিজ আয়োজনের জন্য বেছে নিয়েছে যা উভয় দলের জন্য খুবই উপযোগী বলে প্রমাণিত হতে পারে। কারণ এশিয়া কাপের কয়েকটি ম্যাচও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ২০২৩ এশিয়া কাপে এই দুই দল বিভিন্ন গ্রুপে বিভক্ত হলেও খুব সম্ভবত শেষ চার পর্বে মুখোমুখি হতে পারে। সবশেষে বলা যায়, আসন্ন আসরের আগে নিজেদের দলের সঠিক ভারসাম্য রক্ষা করা দুই দলের জন্য এই সিরিজ খুবই কাজে আসবে।
পাকিস্তান বনাম আফগানিস্তান একদিবসীয় সূচি
🏆 AfghanAtalan are ready for the Super Cola Cup three-match ODI series against Pakistan
📆 August 22–26
🏟️ Hambantota and Colombo, Sri Lanka#AfghanAtalan | #AFGvPAK | #SuperColaCup | #ByaMaidanGato pic.twitter.com/7XbQVokjsL
— Afghanistan Cricket Board (@ACBofficials) August 9, 2023
সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মাহিন্দা রাজাপাকসে ইন্টারনেশন স্টেডিয়ামে এবং তৃতীয় ওয়ান ডে আয়োজিত হবে আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
২২ আগস্ট - প্রথম ওয়ানডে, হাম্বানটোটা (দুপুর ৩টেয়)
২৪ আগস্ট - দ্বিতীয় ওয়ানডে, হাম্বানটোটা (দুপুর ৩টেয়)
২৬ আগস্ট - তৃতীয় ওয়ানডে, কলম্বো (দুপুর ৩টেয়)
পাকিস্তানের ওয়ানডে দল
🚨 Our squad for the Afghanistan series and Asia Cup 🚨
Read more: https://t.co/XtjcVAmDV7#AFGvPAK | #AsiaCup2023 pic.twitter.com/glpVWF6oWW
— Pakistan Cricket (@TheRealPCB) August 9, 2023
পাকিস্তান দলে ফিরেছেন পেসার ফাহিম আশরাফ, ২০২১ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিলেন। অন্যদিকে টেস্ট ক্রিকেটে অসাধারণ ফর্মের কারণে ওয়ানডেতে পিসিবির কাছ থেকে প্রত্যাবর্তনের সুযোগ পেয়েছেন সৌদ শাকিল। ২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন সৌদ। তবে শান মাসুদ ও ইশানউল্লাহকে দল থেকে বাদ দিয়ে পিসিবি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন।
আফগানিস্তানের ওয়ানডে দল
🚨 SQUAD ALERT 🚨
Here's Afghanistan Squad for the three-match ODI series against @TheRealPCB, scheduled for August 22 to 26 in Sri Lanka. 🤩
More 👉: https://t.co/xyMDNLhxnV #AfghanAtalan | #AFGvPAK | #ByaLobaGato | #SuperCola pic.twitter.com/BUKktPp0WN
— Afghanistan Cricket Board (@ACBofficials) August 6, 2023
প্রতিভাবান লেগ স্পিনার নুর আহমেদের দলে ফেরায় আফগানিস্তান বড় শক্তি পেয়েছে। তবে নুর আহমেদের প্রত্যাবর্তন তরুণ বাঁ হাতি স্পিনার জিয়া উর রহমানে নিয়ে একটু সন্দিহান আফগানরাও।
পাকিস্তান বনাম আফগানিস্তান একদিবসীয় সূচির সরাসরি সম্প্রচার
আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও ফায়ার বার্ড ইউনিভার্সের সঙ্গে সম্প্রচার চুক্তি করেছে ইউরোস্পোর্টস ইন্ডিয়া। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার আসন্ন দ্বিপক্ষীয় সিরিজ দিয়ে এই জুটির যাত্রা শুরু হবে।