শনিবার ২৬ আগস্ট কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে ৫৯ রানে হারিয়েছে পাকিস্তান। আফগানদের দুরন্ত বোলিং এবং মুজিব উর রেহমানের দুর্দান্ত উদ্ধার প্রচেষ্টা সত্ত্বেও জয় তুলে নিয়েছে বাবর আজমের দল। ২৬৯ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওয়ানডেতে ১৫১ রান করা বিপজ্জনক রহমানউল্লাহ গুরবাজ এবং দ্রুতই ইব্রাহিম জাদরানের উইকেট তুলে নেন ফাহিম আশরাফ। এরপর একই ওভারে রিয়াজ হাসান ও হাসমতুল্লাহ শহিদির উইকেট তুলে নেন শাদাব খান। এরপর মহম্মদ নবী উদ্ধার কাজের আসেন কিন্তু দ্রুতই নওয়াজের বলে আউট হন, রশিদ খান ফিরে বিপাকে ফেলে আফগানদের। এরপর শহীদুল্লাহ কামাল ও মুজিব-উর-রেহমান জুটি গড়েন। আফগানিস্তানের হয়ে দ্রুততম ওয়ানডে ফিফটিতে যাওয়ার পথে পাঁচ ছক্কা হাঁকান মুজিব। তবে, এই প্রচেষ্টা যথেষ্ট ছিল না, কারণ প্রয়োজন ছিল একশোরও বেশি রান। এর ফলে আফগানিস্তান ০-৩ ব্যবধানে সিরিজ হারায়। BCCI Officials in Pakistan, Asia Cup 2023: ওয়াঘা বর্ডার হয়ে লাহোরে পিসিবির নৈশভোজে বিসিসিআই মুখ্যপাত্ররা
RESULT | PAKISTAN WON BY 59 RUNS 🚨
AfghanAtalan fought hard in the 2nd inning but it wasn't meant to be, as Pakistan won the game by 59 runs to win the #SuperColaCup three-match ODI Series 3-0. 👍
Congratulations @TheRealPCB! #AfghanAtalan | #AFGvPAK | #ByaMaidanGato pic.twitter.com/TOtP6TG9Tn
— Afghanistan Cricket Board (@ACBofficials) August 26, 2023
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনাররা শুরুটা করেন ধীর কিন্তু স্থিতিশীল। তবে নবম ওভারে ফখর জামানকে আউট করতে ফিরে আসেন গুলবাদিন। তাকে ধার দিয়ে মারতে গিয়ে আলগা কাট করতে বাধ্য হন তিনি। এর পরপরই ইমাম রান তাড়া করতে গিয়ে আউট হন। এরপর বাবর আজম ও মহম্মদ রিজওয়ান ১১০ রানের জুটি গড়ে পাকিস্তানকে শুরুতেই কিছুটা ক্ষতির হাত থেকে উদ্ধার করেন। তবে ১৬২/২ থেকে পাকিস্তান বাবর, সৌদ শাকিল ও রিজওয়ানকে পনেরো বলে হারিয়ে ৫ উইকেটে ১৮৪ রান করে। এরপর শাদাব খান মুজিবের বলে আউট হয়ে ফিরে গেলে আগা সালমান ও মহম্মদ নওয়াজের ৪৭ বলে ৬১ রানএর জুটিতে পাকিস্তান সম্মানজনক ৮ উইকেটে ২৬৮ রানের স্কোরে নিয়ে যায়।