আজ ২৪ আগস্ট কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে পাকিস্তান ২-০ ব্যবধানে সিরিজে জয়ে এগিয়ে রয়েছে। তবে এই ম্যাচ জিতে নিজেদের মুখ বাঁচাতে মুখিয়ে থাকবে আফগানিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে শেষ ওভারে দুই উইকেট হাতে রেখে পাকিস্তানের ১১ রান দরকার ছিল। খেলা যখন প্রায় আফগানদের দখলে, তখন ফজলহাক ফারুকি পাকিস্তানের অলরাউন্ডারকে রান আউট করেন। এরপর নাসিম নিজেকে শক্তভাবে ধরে রেখে পাকিস্তানের হয়ে বাউন্ডারি হাঁকিয়ে এক বল হাতে থাকতেই ৩০০ রান তাড়া করতে সক্ষম হন। রহমানুল্লাহ গুরবাজের ১৫১ রানের ইনিংসে ভর করে দুইশ' রানের উদ্বোধনী জুটি গড়েন ইব্রাহিম জাদরান এবং প্রথমবার ৩০০ রানের টার্গেট দেন। এছাড়া, প্রথম ম্যাচে পাক বোলাররা ছিল অসাধারণ, হারিস রউফ পাঁচ উইকেট তুলে নিয়ে দলকে ১৪২ রানের জয় এনে দেন। শাহিন শাহ আফ্রিদিও প্রথম ওভারে ২ উইকেট নিয়ে দারুণ বোলিং করেছেন। ইফতিকার আহমেদ ও শাদাব খানের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ২০১ রান তোলে তাঁরা। আফগান স্পিনারদের মধ্যে মুজিব উর রহমান ৩টি, রশিদ খান ও নবি ২টি করে উইকেট নেন। Shadab Khan Non-Striker Run Out: পাক বনাম আফগান রেষারেষি! দেখুন, শেষ ওভারে শাদাব খানকে নন-স্ট্রাইকারে রান আউট ফজলহক ফারুকীর
It's Match Day today and AfghanAtalan meet Pakistan again this afternoon in the 3rd & final match of the Super Cola Cup three-match ODI Series, powered by @Marhabaauctions. 👍#AfghanAtalan | #AFGvPAK | #SuperColaCup | #ByaMaidanGato pic.twitter.com/HG9xUg5edC
— Afghanistan Cricket Board (@ACBofficials) August 26, 2023
পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ ইমামুল হক, ফখর জামান, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিকার আহমেদ, শাদাব খান, উসামা মীর, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ/ মহম্মদ ওয়াসিম জুনিয়র।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশঃ রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, আবদুল রহমান, মুজিব উর রহমান, ফজলহাক ফারুকী।
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম আফগানিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ?
২৬ আগস্ট কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান।
কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম আফগানিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ?
পাকিস্তান বনাম আফগানিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় পাকিস্তান বনাম আফগানিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ
সরাসরি টিভিতে পাকিস্তান বনাম আফগানিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ ভারত এবং বাংলাদেশে দেখতে পাবেন ইউরোস্পোর্টসে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম আফগানিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা (Jio Cinema) অ্যাপে।