আগামী ২৪ আগস্ট হাম্বানটোটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এশিয়া কাপ শুরুর আগে এই সিরিজ জিতে আত্মবিশ্বাস চাইবে পাকিস্তান। অন্যদিকে আফগানিস্তানও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। গত ম্যাচে বোলাররা ছিল অসাধারণ। বিশেষ করে হারিস রউফ পাঁচ উইকেট তুলে নিয়ে দলকে ১৪২ রানের জয় এনে দেন। এদিকে, শাহিন শাহ আফ্রিদিও প্রথম ওভারে ২ উইকেট নিয়ে দারুণ বোলিং করেছেন। পাকিস্তানের ব্যাটিংয়ে একমাত্র ইমাম-উল-হক তাদের ভালো শুরু এনে দেন, কিন্তু তার সতীর্থরা তেমন কিছু করতে পারেননি। ইফতিকার আহমেদ ও শাদাব খানের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ২০১ রান তোলে তাঁরা। আফগান স্পিনারদের মধ্যে মুজিব উর রহমান ৩টি, রশিদ খান ও নবি ২টি করে উইকেট নেন। হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ বেশ ভারসাম্যপূর্ণ। পেসার ও স্পিনাররা কিছুটা সাহায্য পেলে ভালো স্কোরিং ম্যাচ হবে। Babar Azam Unwanted Record: এশিয়া কাপের আগে ইমরান খানের অবাঞ্ছিত 'ডাক' রেকর্ডের সমান বাবর আজম
The PoTM @HarisRauf14 put on an incredible bowling display as he returned with the figures of 5/18 off his 6.2 overs to help @TherealPCB win the first of #SuperColaCup 3-match ODI Series by 142 runs. 👍#AfghanAtalan | #AFGvPAK | #ByaMaidanGato pic.twitter.com/0IpDbphldK— Afghanistan Cricket Board (@ACBofficials) August 22, 2023
পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ ইমামুল হক, ফখর জামান, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিকার আহমেদ, শাদাব খান, উসামা মীর, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ/ মহম্মদ ওয়াসিম জুনিয়র।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশঃ রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, আবদুল রহমান, মুজিব উর রহমান, ফজলহাক ফারুকী।
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
২৪ আগস্ট হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে ইন্টারনেশন স্টেডিয়ামে (Mahinda Rajapaksa International Stadium) দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান।
কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
পাকিস্তান বনাম আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় পাকিস্তান বনাম আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
সরাসরি টিভিতে পাকিস্তান বনাম আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারত এবং বাংলাদেশে দেখতে পাবেন ইউরোস্পোর্টসে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা (Jio Cinema) অ্যাপে।