Rizwan in Army Camp & Azam Khan (Photo Credits: X)

অ্যাবোটাবাদের কাকুল অ্যাকাডেমিতে (Kakul Academy, Abbottabad) অনুশীলনের দ্বিতীয় দিনে ফিটনেস মূল্যায়ন করান পাক ক্রিকেটাররা। এর মধ্যে নির্ধারিত দুই কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হিমশিম খেতে হয় পাকিস্তান ক্রিকেট দলের আজম খানকে (Azam Khan)। এই পরীক্ষা চলাকালীন, ইরফানউল্লাহ খান নিয়াজী (Irfanullah Khan Niazi) অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ৬ মিনিট ৪৭ সেকেন্ডে দুই কিলোমিটার দৌড় শেষ করেন। এদিকে, থামার আগে মাত্র দেড় কিলোমিটার পথ পাড়ি দিতে হিমশিম খান আজম। এই দূরত্বের জন্য তার সমাপ্তির সময় ছিল ২০ মিনিট। অন্যান্য উল্লেখযোগ্য পারফরম্যান্সের মধ্যে পাক উইকেট-রক্ষক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ৮ মিনিট ২৬ সেকেন্ডে দৌড় শেষ করেন এবং মহম্মদ হারিস (Mohammad Haris), নাসিম শাহ (Naseem Shah), হাসিবুল্লাহ (Haseebullah) এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র (Mohammad Wasim Junior) ৮ মিনিট ২৭ সেকেন্ডে দৌড় শেষ করেন। Babar Azam as PAK Captain: ফের পাকিস্তানের অধিনায়ক হিসেবে ফিরছেন বাবর আজম?

এরপর মেহরান মুমতাজ (Mehran Mumtaz) ৮ মিনিট ৩০ সেকেন্ডে, শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) ৮ মিনিট ৩৭ সেকেন্ডে, আঘা সালমান (Agha Salman) ৯ মিনিট ২০ সেকেন্ডে, মহম্মদ আমির (Mohammad Amir) ৯ মিনিট ৩০ সেকেন্ডে, শাদাব খান (Shadab Khan) ৯ মিনিট ৫৬ সেকেন্ডে এবং মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz) ৯ মিনিট ৫৭ সেকেন্ডে শেষ করেন। হাঁটুর সম্ভাব্য চোট নিয়ে শঙ্কায় অংশ নিতে পারেননি সদ্য আন্তর্জাতিক অবসর থেকে ফেরা ইমাদ ওয়াসিম (Imad Wasim)। একইভাবে পাকিস্তান সুপার লিগের (PSL) সদ্য সমাপ্ত নবম আসরে পাওয়া চোটের কারণে ফখর জামান (Fakhar Zaman) ও হারিস রউফ (Haris Rauf) এই সেনা শিবিরের প্রশিক্ষণে অংশ নেননি। এছাড়া ওমরাহর জন্য সৌদি আরবে থাকা বাবর আজমের (Babar Azam) আজ, বৃহস্পতিবার কাকুল অ্যাকাডেমির ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।