১৩ জানুয়ারি, শুক্রবার SA20 লিগের ৪ নম্বর ম্যাচে মুখোমুখি হবে পার্ল রয়্যালস (Paarl Royals) ও জোবার্গ সুপার কিংস (Joburg Super Kings)। ম্যাচটি অনুষ্ঠিত হবে পার্লের বোল্যান্ড পার্কে (Boland Park)। ডেভিড মিলারের (David Miller) নেতৃত্বাধীন রয়্যালস টুর্নামেন্টের শুরুটা ভালো করতে পারেনি। মঙ্গলবার রশিদ খানের (Rashid Khan) এমআই কেপ টাউনের ( MI Cape Town) কাছে ৮ উইকেটে হেরেছে তারা। জোফ্রা আর্চারের (Jofra Archer) তিন উইকেট এবং ডিওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) অপরাজিত ৭০ রানের ইনিংসের সুবাদে বড় হারের মুখ দেখতে হয়েছে তাদের। জস বাটলার (Jos Buttler) অর্ধশতরান করলেও তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। তবে ঘরের মাঠে প্রথম ম্যাচের জন্য প্রস্তুত রয়্যালস দল। সুপার কিংসের পাওয়ার-প্যাক ব্যাটিং ইউনিটকে চ্যালেঞ্জ জানাতে হলে তাদের বোলারদের নিজেদের খেলাটা উন্নত করতে হবে। এদিকে ফাফ ডু প্লেসিসের (Faf du Plessis) নেতৃত্বাধীন সুপার কিংস দুর্দান্ত শুরু করে ডারবানের সুপার জায়ান্টসকে ১৬ রানে হারিয়ে। পাওয়ার প্লেতে সুপার কিংস এক সময় ২৬ রানে ৪ উইকেট হারিয়েছিল। কিন্তু ডোনাভান ফেরেইরার (Donavan Ferreira) ৮২ রানের সুবাদে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৯০ রান। কুইন্টন ডি'কককে ( Quinton de Kock) আউট করে ম্যাচসেরা হন ফেরেরা। আলজারি জোসেফ (Alzarri Joseph) দুটি উইকেট নেন। রোমারিও শেফার্ড (Romario Shepherd) ও রিজা হেনড্রিক্সও (Reeza Hendricks) ব্যাট ও বল দুটোতেই দারুণ পারফর্ম করেছেন।
কবে, কোথায় আয়োজিত হবে পারল রয়্যালস বনাম জোবার্গ সুপার কিংস?
১৩ জানুয়ারি, পার্লের বোল্যান্ড পার্কে (Boland Park) পারল রয়্যালস বনাম জোবার্গ সুপার কিংসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে পারল রয়্যালস বনাম জোবার্গ সুপার কিংস?
এসএ২০ ২০২৩-এর পারল রয়্যালস বনাম জোবার্গ সুপার কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ০০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema App) অ্যাপে।
Will Paarl let the ??????? ???? or will they ???? ????? ?@paarlroyals ⚔ @JSKSA20
?: @SA20_League
?: Jan 13
⏱️: 4:30 pm
?: #JioCinema, #Sports18 & @ColorsTvTamil#SA20onJioCinema #SA20onSports18 pic.twitter.com/dhJxyG1ugi
— JioCinema (@JioCinema) January 13, 2023