আজ হার দিয়ে অভিযান শুরু করা ইন্টার কাশি (Inter Kashi) নকআউট পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে কলিঙ্গ সুপার কাপে ঘুরে দাঁড়াতে মরিয়া। মহাদেশীয় টুর্নামেন্টের পরবর্তী গ্রুপ-লিগ ম্যাচের প্রতিযোগী ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে লড়তে চলেছে আই লিগের ক্লাবটি। আজ ১৭ জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে 'ডি' গ্রুপের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ান সুপার লিগের দল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)-র বিরুদ্ধে সামান্য ব্যবধানে জয় পেয়ে মাঠে নামবে ওড়িশা এফসি। বেঙ্গালুরু কিপার সাহিল পুনিয়ার ফ্রি-কিক থেকে গোল করে ম্যাচের একমাত্র গোলটি করেন আহমেদ জাহুহ। এদিকে, কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে ইন্টার কাশি। ৫৮ মিনিটে নোয়া সাদাউই গোয়ার হয়ে গোলের আগে প্রথমার্ধে খেলা গোলশূন্য ছিল। গোলের ১০ মিনিট পর ব্যবধান বাড়ান কার্লোস রদ্রিগেজ। Kalinga Super Cup Live Streaming: এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪; সরাসরি দেখবেন যেখানে
Matchday in the #KalingaSuperCup ⚔️🟣⚫️
Locked in for Inter Kashi tonight 🔐
Watch the game live on JioCinema ▶️#OdishaFC #AmaTeamAmaGame #KalingaWarriors #OFCIK pic.twitter.com/emPwHS7ozb
— Odisha FC (@OdishaFC) January 17, 2024
কবে, কোথায় আয়োজিত হবে ওড়িশা এফসি বনাম ইন্টার কাশী এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ?
১৭ জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium, Bhubaneswar) আয়োজিত হবে ওড়িশা এফসি বনাম ইন্টার কাশী এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ।
কখন থেকে শুরু হবে ওড়িশা এফসি বনাম ইন্টার কাশী এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ?
ওড়িশা এফসি বনাম ইন্টার কাশী এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ওড়িশা এফসি বনাম ইন্টার কাশী এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ
সরাসরি টিভিতে ওড়িশা এফসি বনাম ইন্টার কাশী এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওড়িশা এফসি বনাম ইন্টার কাশী এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।