শনিবার ২৫ মার্চ,অকল্যান্ডের ইডেন পার্কে (Auckland's Eden Park) সিরিজের প্রথম একদিবসীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে তিন ম্যাচের একদিবসীয় সিরিজে জয় নিশ্চিত করতে চাইবে কিউইরা। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কারণে অধিনায়ক কেন উইলিয়ামসন সহ বেশিরভাগ গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা এই সিরিজে খেলতে পারবেন না। টম ল্যাথামের নেতৃত্বে বেন লিস্টার ও রচিন রবীন্দ্র একদিবসীয় ম্যাচে অভিষেক করবেন। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিবসীয় সিরিজ জিততে চাইবে শ্রীলঙ্কা। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ড্রয়ের পর সর্বশেষ একদিবসীয় সিরিজে ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছে তারা। দলের নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। দুই বছর পর একদিবসীয় সিরিজে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। লাসিথ ক্রুসপুলে ও সাহান আরচ্চিগেকে প্রথম একাদশে রাখা হয়েছে।
හෙට නිවාඩු කියලා නෑ උදේම ඇහැරෙන්න තියෙනවා යාලුවනේ 😁#පොඩ්ඩක්කල්පනාකරලබලන්න #SriLanka #Cricket #NZvSL pic.twitter.com/dQAdotQRHa
— රතු මල්ලි (@thnsameera) March 24, 2023
কবে, কোথায় আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম একদিবসীয় ম্যাচ?
অকল্যান্ডের ইডেন পার্কে (Auckland's Eden Park) শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম একদিবসীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম একদিবসীয় ম্যাচ?
শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম একদিবসীয় ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৬ঃ৩০টায়
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
এই খেলা টিভিতে সম্প্রচারিত হবে না। সরাসরি খেলা দেখতে পাবেন অ্যামাজন প্রাইম (Amazon Prime) অ্যাপে।