রবিবার ২১ জানুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ৪-০ ব্যবধানে এগিয়ে থাকা আয়োজকরা সিরিজ হোয়াইটওয়াশ করতে চাইবে। ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর শুক্রবার চতুর্থ টি-টোয়েন্টিতে ৭ উইকেটের ব্যবধানে জয়ের ধারা অব্যাহত রেখেছে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের সৌজন্যে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে পাকিস্তান। মহম্মদ রিজওয়ানের ৬৩ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস দলকে ভাল স্কোরে পৌঁছতে সাহায্য করে। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিল ভয়াবহ, তিন উইকেট হারিয়ে ১২ রানে যখন দল বিপাকে তখন চতুর্থ উইকেটে ১৩৯ রানের অপরাজিত জুটি গড়ে কিউইদের উদ্ধার করেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। ১১ বল বাকি থাকতেই মিচেলের ৪৪ বলে ৭২ রান এবং ফিলিপসের ৫২ বলে ৭০ রান দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। PCB Chairman Resigns: পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে সরলেন জাকা আশরাফ
New Zealand win the fourth T20I in Christchurch.#NZvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/uUHwwvCGPq
— Pakistan Cricket (@TheRealPCB) January 19, 2024
নিউজিল্যান্ড দলঃ ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), উইল ইয়াং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি, টিম সাউদি, লকি ফার্গুসন, ইশ সোধি, চ্যাড বোয়েস, বেন সিয়ার্স।
পাকিস্তান দলঃ সাইম আইয়ুব, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, সাহেবজাদা ফারহান, ইফতিখার আহমেদ, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মহম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, জামান খান, উসামা মীর, আবরার আহমেদ, আজম খান, আব্বাস আফ্রিদি, হাসিবুল্লাহ খান, আমির জামাল।
কবে, কোথায় আয়োজিত হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, পঞ্চম টি-২০ ম্যাচ?
২১ জানুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে (Hagley Oval, Christchurch) আয়োজিত হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, পঞ্চম টি-২০ ম্যাচ।
কখন থেকে শুরু হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, পঞ্চম টি-২০ ম্যাচ?
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, পঞ্চম টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ভোর ৫টা ৩০মিনিটে।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, পঞ্চম টি-২০ ম্যাচ
সরাসরি টিভিতে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, পঞ্চম টি-২০ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, পঞ্চম টি-২০ ম্যাচ
সরাসরি অনলাইনে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, পঞ্চম টি-২০ ম্যাচ দেখতে পাবেন Amazon Prime Video অ্যাপে।