PAK vs NZ ODI Series 2023 (Photo Credit: Pakistan Cricket/ Twitter)

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় প্রস্তুতি ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। পাকিস্তানের এই ফরম্যাটে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এদিকে বাংলাদেশকে তাঁদের ঘরের মাঠে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী কিউইরা। বিশ্বকাপের জন্য এই দুই দলের জন্য সেই কারণে এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের উইল ইয়ং ও অ্যাডাম মিলনে দু'জনেই ব্যাট-বল হাতে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। ৩৪.৩ ওভারে ১৭১ রানেই বাংলাদেশকে গুটিয়ে দেয় তাঁরা। মিলনের ৩৪ রানের ৪ উইকেটের স্পেলে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। নাজমুল হোসেন ছাড়া কেউ রুখে দাঁড়াতে না পারায় সাত উইকেটে সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

এদিকে এশিয়া কাপে সুপার ফোরে শেষ ম্যাচ খেলে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে শুরুতেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে দুর্দান্ত জুটি গড়ে পাকিস্তান। আব্দুল্লাহ শফিক ও মহম্মদ রিজওয়ানের অর্ধশতরানের সুবাদে পাকিস্তান ২৫২ রানে অলআউট হয়ে যায়। এরপর শুরু থেকেই দুর্দান্ত ছিল শ্রীলঙ্কা। সহজ জয় হিসেবেই মনে হচ্ছিল তাঁদের কিন্তু শেষের দিকে উইকেট হারাতে থাকে তারা তবে কোনো রকমে নিজেদের শান্ত রাখতে সক্ষম হয় শানাকার দল এবং মাত্র দুই উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় তারা। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাকিস্তান ৪-১ ব্যবধানে হারায় কিউইদের। SA vs AFG 2nd Warm-Up, CWC 2023 Live Streaming: দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ, ক্রিকেট বিশ্বকাপ ২০২৩; সরাসরি দেখবেন যেখানে (ভারত এবং বাংলাদেশ)

নিউজিল্যান্ড দল: উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, মার্ক চ্যাপম্যান, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।

পাকিস্তান দল: ইমাম-উল-হক, ফখর জামান, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ইফতিকার আহমেদ, সৌদ শাকিল, আগা সালমান, মহম্মদ নওয়াজ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, হাসান আলী, উসামা মীর।

কবে, কোথায় আয়োজিত হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় প্রস্তুতি ম্যাচ, ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ম্যাচ?

২৯ সেপ্টেম্বর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Hyderabad) ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

কখন থেকে শুরু হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় প্রস্তুতি ম্যাচ, ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় প্রস্তুতি ম্যাচ, ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ২ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় প্রস্তুতি ম্যাচ, ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় প্রস্তুতি ম্যাচ, ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে এবং বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় প্রস্তুতি ম্যাচ, ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।