NZ vs NED (Photo Credits: ICC/ X)

আজকে একদিনের বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে নিউজিল্যান্ড। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দেয় নিউজিল্যান্ড। জয়ের জন্য ২৮৩ রান তাড়া করতে নেমে ডেভন কনওয়ে ও রচিন রবীন্দ্রের জোড়া সেঞ্চুরিতে ৮২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। সেখানে মঈন আলি ও আদিল রশিদের স্পিনও ইংল্যান্ডকে সাহায্য করতে পারেনি। কনওয়ে এ বছরের বিশ্বকাপের প্রথম শতরানটি নথিভুক্ত করার পর রবীন্দ্রও কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে তার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে নেন। এর আগে নিউজিল্যান্ড ইংল্যান্ডকে ৯ উইকেটে ২৮২ রানে আটকে রাখে। সেই ম্যাচে লকি ফার্গুসন ও টিম সাউদি অনুপস্থিত ছিলেন। বেন স্টোকসের (Ben Stokes) অনুপস্থিতিতে হ্যারি ব্রুক (Harry Brook) ভালো বাউন্ডারি মেরেও উইকেট দিয়ে ফিরে যান। গ্লেন ফিলিপস দারুণ বোলিং করেন তাঁকেও ফেরান।

অন্যদিকে, ২০২৩ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারায় পাকিস্তান। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে সৌদ শাকিলের দুরন্ত ৬৮ রানের সাহায্যে ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৮৬ রান করে পাকিস্তান। বিশ্বকাপে নবাগত নেদারল্যান্ডসের সামনে জিততে ২৮৭ রানে লক্ষ্যমাত্রা রাখে পাকিস্তান। তার জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে ৪১ ওভারে ২০৫ রানে গুটিয়ে যান নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। ICC World Cup 2023 All Squads: বিশ্বকাপের সব দেশের স্কোয়াডে কোন দলে এলেন কারা? দেখে নিন এক নজরে

নিউজিল্যান্ডের দলঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।

নেদারল্যান্ডের দলঃ স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও'ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ভ্যান মিকেরেন, কলিন অ্যাকারম্যান, রোলফ ভ্যান ডার মারওয়ে, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি ব্যারেসি, সাকিব জুলফিকার, শারিজ আহমেদ, সিব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট।

কবে, কোথায় আয়োজিত হবে নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ?

৯ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Hyderabad) ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ড।

কখন থেকে শুরু হবে নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ২ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ

সরাসরি টিভিতে নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে এবং বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ

সরাসরি অনলাইনে নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।