BAN vs NZ T20I Series (Photo Credit: BLACKCAPS/ X)

আজ ২৭ ডিসেম্বর নেপিয়ারের ম্যাকলিয়ান পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্তর (Najmul Hossain Shanto) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে মিচেল স্যান্টনারের (Mitchell Santner) নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। তৃতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বাংলা টাইগাররা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির দিক থেকে এই সিরিজ দু'দলের জন্যই গুরুত্বপূর্ণ। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আয়োজক বাংলাদেশ নিউজিল্যান্ডে তাদের প্রথম ৫০ ওভারের ম্যাচ জিতে নেয়। কিউই দলে সিনিয়র ক্রিকেটারা না থাকায় সিরিজ জেতা কঠিন হতে পারে। কেন উইলিয়ামসন (Kane Williamson) ও কাইল জেমিসনের (Kyle Jamieson) পরিবর্তে রচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও জ্যাকব ডাফিকে (Jacob Duffy) দলে নেওয়া হয়েছে। অন্যদিকে, সৌম্য সরকার (Soumya Sarkar) ও শোরিফুল ইসলাম (Shoriful Islam) এই মুহূর্তে ভালো ফর্মে আছেন। টি-টোয়েন্টিতেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন বলে আশা করছেন তারা। BAN vs NZ 3rd ODI Result: সহজ জয় বাংলাদেশের, বোলিং দাপটে ৯৮ রানেই শেষ নিউজিল্যান্ড

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শামীম হোসেন, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানজিদ হাসান, মুস্তাফিজুর রহমান, শোরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

নিউজিল্যান্ড স্কোয়াড: ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সেইফর্ট (উইকেটরক্ষক), অ্যাডাম মিলনে, বেন সিয়ার্স, ইশ সোধি, টিম সাউদি, জ্যাকব ডাফি।

কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ?

২৭ ডিসেম্বর নেপিয়ারের ম্যাকলিয়ান পার্কে (McLean Park, Napier) প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ?

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে এবং বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিটে।

জেনে নিন টিভিতে কোথায় বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ

সরাসরি টিভিতে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ ভারত সম্প্রচার করা হবে না, বাংলাদেশে খেলা দেখা যাবে গ্রিন টিভিতে (Green TV)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ

ভারতের প্রাইম ভিডিও অ্যাপ (Amazon Prime) ও ওয়েবসাইটে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ সরাসরি দেখা যাবে।