(Photo Credit: Twitter)

জল্পনা থাকলেও তা সত্যি হল না। কিছুদিন আগে আইপিএল প্রতিযোগিতার সময়ে কলকাতা নাইট রাইডার্সদের হয়ে দুর্দান্ত সব ইনিংস খেলেন রিঙ্কু সিং। তারপর থেকেই তাঁকে নিয়ে জল্পনা তৈরি হচ্ছিল। আইপিএলের পারফর্মনেন্স রিঙ্কুকে যেমন প্রচারের আলোয় নিয়ে এসেছে তেমনি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টি ২০ সিরিজের টিমেও তাঁকে জায়গা করে দেবে বলে মনে করেছিলেন অনেকে। কিন্তু, তা শেষ পর্যন্ত সত্যি হল না।

বুধবার রাতে বিসিসিআইয়ের (BCCI) তরফে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে শুরু হতে আসন্ন টি ২০ সিরিজে ভারতীয় টিম (Indian Cricket Team) ঘোষণা করা (announces) হয়। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন এই টিমে (T20I series against West Indies) রয়েছেন সহ-অধিনায়ক সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav), শুভমান গিল (Shubman Gill), যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal), তিলক বর্মা, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন, (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, অক্ষরদীপ সিং, উমরান মালিক, আবেশ খান ও মুকেশ কুমার।