Netherlands Cricket Announced World Cup Squad (Photo Credit: Cricket Netherlands/ X)

চলমান ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ৩৪তম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। বৃহস্পতিবার ৩ নভেম্বর লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তিন ম্যাচ খেলে এক জয় ও এক হারে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে আফগানিস্তান। ছয় ম্যাচের দুটিতে জয় নিয়ে অষ্টম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। ওয়ানডেতে ৯ ম্যাচে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ড ও আফগানিস্তান। এই ৯টি ম্যাচের মধ্যে নেদারল্যান্ড জিতেছে ২টিতে এবং আফগানিস্তান জিতেছে ৭টিতে। এই ম্যাচে ব্যাটসম্যানদের জন্য পিচ যথেষ্ট সাহায্য করতে পারে। এখানে গত পাঁচ ম্যাচে গড় প্রথম ইনিংসের স্কোর ২৫২ রান। যে দল টস জিতবে, তারা হয়তো এখানে বল করতে চাইবে। NED vs AFG, ICC ODI World Cup Live Streaming: সেমিফাইনালের আশা কি বাঁচিয়ে রাখবে আফগানরা নাকি খেলা ঘোরাবে ডাচ বাহিনী; সরাসরি দেখবেন যেখানে

টসঃ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেদারল্যান্ডের, নবীন-উল-হকের বদলে আফগান দলে এসেছেন নুর আহমেদ।

নেদারল্যান্ডের একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও'ডাউড, ওয়েসলি ব্যারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ভ্যান বিক, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।

আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মহম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকী।