পরপর পাঁচবার। আইপিএলের ইতিহাসে ২০১৩,২০১৫,২০১৭ এবং ২০১৯ সালের পর আবারও ২০২০ সালে আইপিএলের ট্রফি ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ানস। দুবাইয়ের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ স্কোর নিজেদের খাতায় দিল্লি। পরে মুম্বই ব্যাট করতে নেমে ৫ ওভারে ১৮.৪ ওভারেই নির্ধারিত রান তুলে নেন। আইপিএলের (IPL 2020) সেরা মুম্বই ইন্ডিয়ানস (MI) হলেও একাধিক খেলোয়াড় ছিনিয়ে নিলেন সেরার সেরা পুরস্কার। দেখে নিন সেই তালিকা।
Most Valuable Player: রাজস্থান রয়্যালসের জোফরা আর্চার জিতে নিলেন 'ম্যান অফ দ্য সিরিজ' খেতাব
Orange Cap: ৬৭০ রানের ঝুলি পকেটে পুড়ে কিংস ইলেভন পাঞ্জাবের ক্যাপ্টেন কেএল রাহুল জিতে নিলেন অরেঞ্জ ক্যাপ
Purple Cap: আইপিএল ২০২০-কে মোট ৩০ উইকেট ছিনিয়ে দিল্লি ক্যাপিটালসের স্পীডস্টার কাগিসো রাবাডা জিতে নিলেন পার্পল ক্যাপ
Power Player of the Season: মুম্বই ইন্ডিয়ানসের পেসার ট্রেন্ট বোল্ট পাওয়ারপ্লে ওভারে দুরন্ত বোলিংয়ের জেরে পেলেন এই খেতাব
Most Sixes of the Season: মুম্বই ইন্ডিয়ানকে ইশান কিষাণ আইপিএল ২০২০-তে ৩০ টা ছক্কা হাঁকিয়ে জিতলেন সবচেয়ে বেশি ছক্কার খেতাব
Super Striker of the Season: ১৯১.৪৩ স্ট্রাইক রেট-সহ মুম্বই ইন্ডিয়ানসের অল-রাউন্ডার কিরণ পোলার্ড হলেই আইপিএল ২০২০-র সুপার স্ট্রাইকার
Game Changer of the Season: আবারও কেএল রাহুল জিতে নিলেন গেম চেঞ্জারের পুরস্কার
Fairplay Award Winners: আইপিএল ২০২০-র চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানসই জিতে নিলেন এই পুরস্কার
Emerging Player: প্রথম সিজনেই ৪৭৩ রানের অধিকারী হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার দেবদুত পাড়িক্কাল পেলেন এই পুরস্কার
Man of the Match: আইপিএলের শেষ ম্যাচে ৩ উইকেট নিয়ে মুম্বই ইন্ডিয়ানসের পেসার ট্রেন্ট বোল্ট পেলেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার