Photo Credits: Instagram

মুম্বই: ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শয়ের (Indian Cricketer Prithvi Shaw) সঙ্গে সেলফি তোলা নিয়ে গণ্ডগোল (Tussle) করেন। এর জেরে গ্রেফতার (Arrest) হলেন মুম্বইয়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার স্বপ্না গিল (Mumbai Social Media Influencer Sapna Gill)। যদিও তাঁর আইনজীবী ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শয়ের বিরুদ্ধে তাঁর মক্কেলকে ব্যাট দিয়ে মারার অভিযোগ করেছেন।

বুধবার রাতে বন্ধুদের সঙ্গে সান্তাক্রুজের এক বিলাসবহুল হোটেলে নৈশভোজে গিয়েছিলেন পৃথ্বী। আর সেখানেই সৃষ্টি হয় তুলকালাম পরিস্থিতি। তারকা ক্রিকেটরকে দেখে হোটেলের ভক্তরা সেলফির জন্যে আবেদন জানান। শুরুতে হাসিমুখে কয়েকজনকে সেলফিও দেন। কিন্তু ভিড় ক্রমশ বাড়তে থাকায় বিরক্ত হয়ে তিনি বলেন, এখানে খেতে এসেছেন তাঁরা।

এরপরেই পৃথ্বী শয়ের বন্ধুর গাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠেছে । মোট আট জনের বিরুদ্ধে মুম্বই পুলিশ থানায় মামলা রজু করেন ভারতীয় ক্রিকেটার। এরপর বৃহস্পতিবার তাঁর সঙ্গে ধস্তাধস্তির জন্য গ্রেফতার করা হয় স্বপ্না গিলকে।  অন্যদিকে পৃথ্বীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন তাঁর আইনজীবী। তাঁর মক্কেলকে ব্যাট দিয়ে মারা হয়েছে বলেও দাবি করেছেন। আরও পড়ুন: Prithvi Shaw: সেলফি তুলতে অস্বীকার করায় গাড়ি ভাঙচুর, পৃথ্বী শয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ