আজ ২৪ মার্চ শুক্রবার মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (DY Patil Sports Academy, Mumbai) মহিলাদের প্রিমিয়ার লিগ ২০২৩-এর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians Women)। আট ম্যাচের মধ্যে ছ'টিতেই জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। হেইলি ম্যাথুস ও অ্যামেলিয়া কেরের মতো তারকারা ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। নিজেদের ফর্ম ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করতে তারা মুখিয়ে থাকবেন। অন্যদিকে, এদিকে ইউপি ওয়ারিয়র্সের বোলিং আক্রমণ শক্তিশালী। তাহলিয়া ম্যাকগ্রা ও অ্যালিসা হিলির ওপর নির্ভর করে ব্যাট হাতে এগিয়ে যেতে চাইবে তারা।
𝗧𝗵𝗶𝘀 𝗶𝘀 𝗶𝘁! ⚔️
Today, our Warriorz take the field and look to seal a place in the final! 🫡 #MIvUPW #UPWarriorzUttarDega #WPL pic.twitter.com/SujFbl58Yn— UP Warriorz (@UPWarriorz) March 24, 2023
কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই ইন্ডিয়ান্স মহিলা বনাম ইউপি ওয়ারিয়র্স, মহিলা প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচ?
মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (DY Patil Sports Academy, Mumbai)মুম্বই ইন্ডিয়ান্স মহিলা বনাম ইউপি ওয়ারিয়র্স, মহিলা প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে মুম্বই ইন্ডিয়ান্স মহিলা বনাম ইউপি ওয়ারিয়র্স, মহিলা প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচ?
মহিলা প্রিমিয়ার লিগের মুম্বই ইন্ডিয়ান্স মহিলা বনাম ইউপি ওয়ারিয়র্স, এলিমিনেটর ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০ টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports18 Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।