Mumbai Star Surya Kumar Yadav (Photo Credit: Mumbai Indians/ Twitter)

আজ ২১ মে আইপিএলের ষোড়শ আসরের ৬৯ নম্বর ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। আজকের ডাবল হেডারের প্রথম ম্যাচ এটি। ১৩ ম্যাচে সাত জয় নিয়ে প্লে-অফে ওঠার সম্ভাবনা এখনও রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। গত ছয় ম্যাচের চারটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। সূর্যকুমার যাদব ও পীযূষ চাওলার ওপর ভরসা রেখেই প্রথম চারে জায়গা পেতে চাইবে তারা। অন্যদিকে, পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে হায়দরাবাদ বিরুদ্ধে। শেষ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে লড়াই চালিয়ে গিয়েছেন শুধু হেনরিক ক্লাসেন। শেষ ম্যাচে শতরান করলেও সেটি ঢাকা পড়ে বিরাটের চার বছর আসা আইপিএলের শতকের কাছে। যদিও এই দল থেকে আশা কম তবে ব্যাটিংয়ে বড় নাম মুম্বাইয়ে প্লে-অফের স্বপ্নে বিপর্যয় ডেকে আনতে সক্ষম। এদিকে প্লে-অফে জায়গা করার জন্য মুম্বাইয়ের হারের আশা করবে ব্যাঙ্গালোর এবং রাজস্থান।

কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ,আইপিএলের ম্যাচ?

২১ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

কখন থেকে শুরু হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ,আইপিএলের ম্যাচ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ,আইপিএলের ম্যাচ

সরাসরি টিভিতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ,আইপিএলের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।