IPL 2020: ওয়াংখেড়েতে চলছে আইপিএলের উদ্বোধনী ম্যাচ, লাইভ আপডেট পেতে চলে যান মুম্বই ইন্ডিয়ান্সের টুইটার পেজে!
MS Dhoni and Rohit Sharma. (Photo Credits: IANS)

আজ থেকেই শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ( IPL 2020)। প্রথম ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি হওয়ার কথা ছিল এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচ। যাই হোক, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়ে গেছে। তবে আপনি যদি মুম্বই ইন্ডিয়ান্সের টুইটার পেজে যান তবে দেখতে পাবেন তারা আইপিএল-র উদ্বোধনী ম্যাচের আবহ জারি রেখেছে। তারা এমন টুইট করছে যাতে মনে হচ্ছে ম্যাচটি চলছে।

মুম্বই ইন্ডিয়ান্সের টুইটার হ্যান্ডেলের অ্যাডমিনরা ক্রমাগত টুইট করে যাচ্ছে যেন তারা খেলার লাইভ আপডেট দিচ্ছে। লকডাউনের কারণে ক্রিকেট ভক্তরা টুইটগুলিতে আনন্দ নিচ্ছে ও তাদের প্রতিক্রিয়াও জানাচ্ছে। তাদের মধ্যে কয়েকজন জানিয়েছে যে তারা এই ক্রিকেট কার্নিভাল মিস করছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আদতে হবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ করোনাভাইরাসের কারণে লকডাউনের সময় বাড়ানো হলে আইপিএল হওয়া অনিশ্চিত হয়ে যাবে।