বাইশ গজে গতির নয়া রেকর্ড। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে সবচেয়ে দ্রুতগতিতে বল করার রেকর্ড গড়লেন ত্রিনিদাদ নাইট রাইডার্সের পাকিস্তানী পেসার মহম্মদ হাসনাইন (Mohammad Hasnain)। জামাইকা থালাওয়াস দলের বিরুদ্ধে ১৯ বছরের প্রতিশ্রুতিমান এই পাক পেসার ১৫৫.১ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে বল করলেন। হাসনাইনের দাবি, তিনি আরও জোরে বল করার ক্ষমতা রাখেন। সিপিএল-এর ইতিহাসে সবচেয়ে জোরে বল করার রেকর্ড গড়ায় পাক পেসার মহম্মদ হাসনাইনকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিনিদাদ নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান (Shahrukh Khan)।
পাকিস্তানের জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ও একটি টি টোয়েন্টি খেলেছেন হাসনাইন। চলতি বছরেই এই পাক পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের স্কোয়াডেও থাকলেও খেলার সুযোগ পাননি। এর আগেও নিয়মিতভাবে বেশ কয়েকবার ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেছেন হাসনাইন। শোয়েব আখতারের পর হাসনাইন-ই এখন পাক ক্রিকেটে গতির রাজা।
Mohammad Hasnain leading#CPL19 pic.twitter.com/Ntpmzky7I4
— Mian Bilal (@MianBil19382474) September 10, 2019
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারির রেকর্ডটা পাকিস্তানের পেসার শোয়েব আখতার-এর দখলে। ২০০৩ সালে নিউ ল্যান্ডস টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন শোয়েব আখতার। ২০০১ লর্ডস টেস্টে শন টেট ১৬১.১ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিতে বল করেছিলেন।