Dhoni’s Parents Positive For COVID-19: করোনা আক্রান্ত এমএস ধোনির বাবা-মা, ভর্তি হাসপাতালে
পান সিং ও এমএস ধোনি (Photo: Twitter)

রাঁচি, ২১ এপ্রিল: করোনাভাইরাসে আক্রান্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার এমএস ধোনির মা দেবকি দেবী এবং বাবা পান সিং। তাঁদের রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, এমএস ধোনির বাবা ও মা রাঁচির পালস সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

আইপিএলের চলমান মরশুমে আগে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ না নেওয়ায় ধোনি পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন। মার্চ মাসের প্রথমদিকে তিনি চেন্নাই সুপার কিংস দলে যোগ দেন। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি আইপিএলে তিনবার খেতাব জিতেছেন।

বুধবার ওয়ানখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নামবে তাঁর দল।