Mohammed Shami Sprints With His Pet Dog: গতি বাড়ানোর জন্য পোষা কুকুকের সঙ্গে দৌড়চ্ছেন মহম্মদ শামি
পোষা কুকুকের সঙ্গে দৌড়চ্ছেন মহম্মদ শামি (Photo Credits: Instagram)

গতি বাড়ানোর জন্য নিজের পোষা কুকুকের (Pet Dog) সঙ্গে দৌড়চ্ছেন ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। আর সেই ভিডিয়ো তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অনুরাগীদের জন্য। এর আগে নিজের অনারাগীদের সঙ্গে দৌড়তে দেখা যায় শামিকে। শুক্রবার যে ভিডিযো শামি শেয়ার করেছেন তাতে তাঁকে পোষা কুকুর জ্যাকের সঙ্গে দৌড়তে দেখা যায়। বেশিরভাগ সময়েই শামি তাঁর কুকুরের চেয়ে এগিয়ে ছিল। কিন্তু শেষের দিকে কুকুরটি কিছুটা গতি বাড়িয়ে শামিকে ধরে ফেলে। ভিডিয়োটি শেয়ার করে শামি ক্যাপশনে লিখেছেন, "জ্যাকের সাথে গতির লড়াই।"

মহম্মদ শামি ভারতের পেস-অ্যাটাকের একজন গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতে যখনই ক্রিকেট আবার শুরু হবে তখন নিজেকে ফিট রাখতে এবং প্রস্তুত রাখতে তিনি কঠোর অনুশীলন করছেন। বেশিরভাগ ক্রিকেটারের মতো শামিও করোনাভাইরাসর কারণে বিরতির সময় ঘরে বসে সময় কাটাচ্ছেন। সম্প্রতি তিনি নিজের বাড়ির কাছে একটি মাঠে বোলিং অনুশীলন আবার শুরু করেছেন। সেই ভিডিয়ো আগে শেয়ার করেছেন। আরও পড়ুন: 5 Year Old Effortlessly Operates JCB: ক্লাস ওয়ানে পড়া বাচ্চা চালাচ্ছে JCB, ভিডিয়ো শেয়ার করে বাহবা বীরেন্দ্র সেওয়াগের

 

 

View this post on Instagram

 

Speed work with jack

A post shared by Mohammad Shami , محمد الشامي (@mdshami.11) on

তবে শুধু শামি নন, ভারতীয় ক্রিকেট দলের অন্য খোলায়াড়রাও অনুশীলন শুরু করেছেন নিজেদের মতো করে। রোহিত শর্মা, চেতশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন অনুশীলনে নেমেছেন। ইশান্ত শর্মাও বাইরে বেরিয়ে অনুশীলন শুরু করেছেন। ইনস্টাগ্রামে মাঠে বসা রোহিতের একটি ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার। ছবি পোস্ট করে রোহিত লেখেন, ‘‘মাঠে ফিরতে পেরে আবার খুব ভাল লাগছে। কিছুটা কাজ হল। অনেক দিন বাদে নিজেকে যেন ফিরে পেলাম।’’