Mithali Raj Scripts World Cup Record: বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৬টি ওয়ানডে বিশ্বকাপে মিতালি রাজ, ছুঁলেন সচিনকে
Mithali Raj (Photo: Twitter)

ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে মহিলা বিশ্বকাপের (Women's World Cup 2022) ম্যাচে বিশাল মাইলফলক অর্জন করেছেন। মিতালি ছ'টি ওয়ানডে বিশ্বকাপে (ODI World Cup) অংশ নেওয়া প্রথম মহিলা ক্রিকেটার হয়েছেন। ২০০০ সালে মিতা প্রথম বিশ্বকাপ খেলেন, এরপর ২০০৫, ২০০৯, ২০১৩, ২০১৭ এবং এখন ২০২২ সালের বিশ্বকাপে খেলছেন।

নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেবি হকলি এবং ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসকে ছাড়িয়ে গিয়েছেন রাজ। তিনি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার, যিনি ৬টি ওডিআই বিশ্বকাপ খেলেছেন। আরও পড়ুন: সন্তান কোলে বে ওভালে হাজির পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ, দেখুন ছবি

সচিন ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১১ পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। সামগ্রিকভাবে, তেন্ডুলকর এবং পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদের (Javed Miandad) পর মিতালি বিশ্বের তৃতীয় ক্রিকেটার যিনি ছ'টি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন।