চলমান আইপিএল (IPL 2024) ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আজ, শুক্রবার (৩ মে) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্টের ৫১তম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। মুম্বই ইন্ডিয়ান্স টানা তিনটি পরাজয়ের পর আজ মাঠে নামবে এবং ঘরের মাঠে জয়ের পথে ফিরে আসার লক্ষ্য রাখবে। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স তাদের আগের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে স্বাচ্ছন্দ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। দু'বারের চ্যাম্পিয়নদের লক্ষ্য থাকবে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখা এবং প্লে অফের লড়াইয়ে প্রথম দুইয়ে শেষ করা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ ব্যাটসম্যানদের পছন্দের। ভেন্যুতে একটি উচ্চ স্কোরিং লড়াইয়ের প্রত্যাশা সবসময়ই থাকে, প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া এবং মোট রান তাড়া করা টস জয়ী দলের পক্ষে অনুকূল সিদ্ধান্ত হিসাবে প্রমাণিত হতে পারে। Rohit Sharma Meets Rinku Singh: বিশ্বকাপ দলে নেই নাম, ওয়াংখেড়েতে রিঙ্কু সিংয়ের সঙ্গে অধিনায়ক রোহিত শর্মা
Kasa kay Mumbai?
Get set for a high octane battle between Kolkata's Knights and Mumbai's Paltan at Wankhede. 🤩🏟️
Tune in to #MIvKKR on #IPLOnStar
Tonight | 6:30 PM | Only on Star Sports pic.twitter.com/5dnxogFS7e
— KolkataKnightRiders (@KKRiders) May 3, 2024
কলকাতা নাইট রাইডার্সঃ সুনীল নারাইন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আংক্রিস রঘুবংশী, সুয়েশ শর্মা, অনুকুল রায়, মনীশ পান্ডে, রহমানুল্লাহ গুরবাজ, দুষ্মন্ত চামিরা, আল্লাহ গজনফর, সাকিব হুসেন, শেরফেন রাদারফোর্ড, চেতন সাকারিয়া, নীতীশ রানা, শ্রীকর ভারত।
মুম্বই ইন্ডিয়ান্সঃ ইশান কিষাণ (উইকেটরক্ষক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), নেহাল ওয়াদেরা, টিম ডেভিড, মহম্মদ নবি, জেরাল্ড কোয়েটজি, পীযূষ চাওলা, জসপ্রিত বুমরাহ, নুয়ান তুশারা, নমন ধীর, শামস মুলানি, দেওয়াল্ড ব্রেভিস, কুমার কার্তিকেয়, লুক উড, শ্রেয়স গোপাল, হারভিক দেশাই, রোমারিও শেফার্ড, অর্জুন তেন্ডুলকর, শিবালিক শর্মা, অংশুল কাম্বোজ, আকাশ মাধওয়াল, কোয়েনা মাফাকা।
কবে, কোথায় আয়োজিত হবে ২০২৪ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ?
৩ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) আয়োজিত হবে ২০২৪ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ।
কখন থেকে শুরু হবে ২০২৪ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ?
২০২৪ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ২০২৪ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ
সরাসরি টিভিতে ২০২৪ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ২০২৪ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।