এমআই কেপটাউন (MI Cape Town) ও সানরাইজার্স ইস্টার্ন কেপ (Sunrisers Eastern Cape) বুধবার, ১৮ জানুয়ারি এসএ২০ (SA20)-এর ১২ নম্বর ম্যাচে মুখোমুখি হবে। কেপটাউনের নিউল্যান্ডসে (Newlands,Cape Town) ম্যাচটি অনুষ্ঠিত হবে। পারল রয়্যালসকে (Paarl Royals) আট উইকেটে হারিয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করে রশিদ খানের (Rashid Khan) নেতৃত্বাধীন এমআই কেপটাউন। ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) অপরাজিত ৭০ রান করে জয় নিশ্চিত করেছে। শেষ তিন ম্যাচের দুটিতে হারলেও 9 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কেপটাউন। অন্যদিকে প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pretoria Capitals) কাছে টানা হার দিয়ে যাত্রা শুরু করে সানরাইজার্স। কিন্তু সেন্ট জর্জেস পার্কে (St George’s Park) রোমাঞ্চকর ম্যাচে এমআই কেপ টাউনকে চার উইকেটে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের খাতা খুলেছে তারা। এই জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ইস্টার্ন কেপ।
কবে, কোথায় আয়োজিত হবে এমআই কেপ টাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ?
১৮ জানুয়ারি, কেপ টাউনের নিউল্যান্ডস (Newlands, Cape Town) এমআই কেপ টাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে এমআই কেপ টাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের খেলা?
এসএ২০ ২০২৩-এর এমআই কেপ টাউন বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ০০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema App) অ্যাপে।
? An exciting double header awaits ?
Match 1️⃣ @MICapeTown ? @SunrisersEC
Match 2️⃣ @PretoriaCapsSA ? @JSKSA20
Catch the action from 4:30 pm onwards ?? LIVE on #JioCinema, #Sports18 & @ColorsTvTamil ??#SA20 #SA20onJioCinema #SA20onSports18 pic.twitter.com/UwO2I9NK7v
— JioCinema (@JioCinema) January 18, 2023