আজ ১৭ মার্চ পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ২০২৩-এর দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স (Lahore Qalandars) ও পেশোয়ার জালমি (Peshawar Zalmi)। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) অনুষ্ঠিত হবে ম্যাচটি। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন কালান্দার্স তাদের প্রথম ১০টি লিগ ম্যাচের মধ্যে সাতটি জিতেছে এবং শীর্ষ দুইয়ে তাদের স্থান নিশ্চিত করে প্লে-অফে ওঠা প্রথম দল ছিল। কিন্তু তার পর থেকে টানা দু'বার ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। কোয়ালিফায়ারে মুলতান সুলতানসের কাছে ৮৪ রানে হেরে যায় তারা। অন্যদিকে লিগ পর্বে চতুর্থ স্থানে থেকে প্লে-অফে ওঠার পথে হাবুডুবু খেয়েছে পেশোয়ার জালমি। ১০টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পায় তারা কিন্তু ২৪০-এর বেশি রানের লক্ষ্য দু'বার রক্ষা করতে ব্যর্থ হয়।
MATCH DAY pic.twitter.com/dX0GydFRrK— Lahore Qalandars (@lahoreqalandars) March 17, 2023
কবে, কোথায় আয়োজিত হবে লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমির এলিমিনেটর ২ ম্যাচ?
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমির এলিমিনেটর ২ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমির এলিমিনেটর ২ ম্যাচ?
পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমির এলিমিনেটর ২ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।