IPL 2021 Qualifier 2, DC vs KKR: দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স

দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ৩ উইকেটে হারিয়ে আইপিএল-র ফাইনালে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৫ রানের বেশি তুলতে পারেনি দিল্লি ক্যাপিটালস। এদিন শুরু থেকেই ঋষভ পন্থের দলকে নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে চাপে রেখেছিলেন কেকেআরের বোলাররা। দিল্লির হয়ে সর্বাধিক ৩৬ রান করেন শিখর ধাওয়ান। শিবম মাভির শেষ বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ২৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়ার। বরুণ চক্রবর্তী নেন দু'টি উইকেট।

জবাবে ১৯ ওভারেই ৩ উইকেট হারিয়ে রান তুলে নেয় কেকেআর। ৯৬ রানের মাথায় উইকেট হারায় কলকাতা। ৫৫ রান করে ভেঙ্কটেশ আইয়ার আউট হন। অর্ধশতরান থেকে সামান্য দূরে ফেরেন শুভমন। ৪৬ রান করেছেন তিনি। ১৩ রানে সাজঘরে ফেরেন নীতিশ রান। ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন দীনেশ কার্তিক ও অধিনায়ক ইয়ন মর্গান।

শেষ ওভারে কেকেআর-র ৭ রান দরকার ছিল। অশ্বিনের তৃতীয় বলে এলবিডব্লু হয়ে যান শাকিব অল হাসান। পরের বলেই অক্সার প্যাটেলের হাতে ধরা পড়েন সুনীল নারাইন। তিনি কোনও রান করতে পারেননি। অশ্বিনের ওভারের৫ নম্বর বলে ছয় মেরে ম্যাচ জেতান রাহুল ত্রিপাঠি। ৩ উইকেটে ম্যাচ জেতে কেকেআর।