আজ ১১ মে আইপিএলের ষোড়শ আসরের ৫৬ নম্বর ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে (Eden Gardens, Kolkata) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। কলকাতা নাইট রাইডার্স কিছুটা দেরিতে হলেও ফর্ম খুঁজে পেয়েছে, তাদের শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে। জেসন রয়, বরুণ চক্রবর্তী এবং রিংকু সিংয় তাদের ভাল অবস্থানে ধরে রেখেছেন। আজও তাঁরা চাইবে ঘরের মাঠে জয় তুলে নিতে। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের ফর্ম অস্বাভাবিক ভাবে পড়ে গিয়েছে, শেষ ছয় ম্যাচে মাত্র একটি মাত্র জয় পেয়েছে। যদিও যশস্বী জয়সওয়াল ক্রমাগত ব্যাটিংয়ের শীর্ষে রয়েছেন। তাদের বোলিং ইউনিট রান রক্ষা করতে কিছুটা অক্ষম হয়েছে। শেষ ম্যাচে জস বাটলার এবং সঞ্জু স্যামসান নিজের ব্যাটিং ফর্মে ফিরে আসায় আজ জয় নিয়ে আশাবাদী হবে তারা।
All set for a 𝙍𝙤𝙮𝙖𝙡 𝙆(𝙣𝙞𝙜𝙝𝙩)! Swagoto, @rajasthanroyals! 🙏#KKRvRR | #AmiKKR | #TATAIPL pic.twitter.com/meN9roz62o— KolkataKnightRiders (@KKRiders) May 11, 2023
কবে, কোথায় আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস,আইপিএলের ম্যাচ?
১১ মে কলকাতার ইডেন গার্ডেনে (Eden Gardens, Kolkata) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।
কখন থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।