আজ ২০ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ২৮ নম্বর ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এবারের আইপিএলে একমাত্র জয়হীন দল দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেল ও ডেভিড ওয়ার্নারের মতো তারকারা কিছুটা নিজেদের ধরে রাখলেও ইউনিট হিসেবে ক্লিক করতে হিমশিম খেতে হয়েছে তাদের। টেবিলের একদম তলানিতে থাকা দিল্লি আজ চাইবে ঘরের মাঠে প্রথম জয় তুলে নিতে। অন্যদিকে, শেষ ম্যাচ হেরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের পথে ফিরতে মরিয়া নাইটরা। রিংকু সিং ও সুনীল নারাইন এই মুহূর্তে দলের জয়ের চাবিকাঠি। এই মুহূর্তে পাঁচ ম্যাচে ২টি জয় এবং ৩ টি হার নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে কলকাতা।
Ready for the challenge at Qila Kotla 🔥#DCvKKR | #AmiKKR | #TATAIPL 2023 pic.twitter.com/hEQV7WkueS— KolkataKnightRiders (@KKRiders) April 20, 2023
কবে, কোথায় আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস,আইপিএলের ম্যাচ?
২০ এপ্রিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস।
কখন থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।