আজ চেন্নাইতে বসেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১-র নিলামের আসর (IPL Auction 2021)। প্রতিটি দলই নিজেদের সামর্থ অনুযায়ী সেরা প্লেয়ারকে কিনেছে। এটা মিনি নিলাম, তাই অনেক দিকই মাথায় রাখতে হয়েছে দলগুলিকে। আইপিএল নিলামে যে দুটি দল সব থেকে বেশি অর্থ নিয়ে নেমেছিল- তারা হল কিংস ইলেভেন পাঞ্জাব (৫৩.২ কোটি) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩৫.৪ কোটি)। সব থেকে কম টাকা ছিল সাইরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হাতে। ১০.৭৫ কোটি হাতে নিয়ে প্লেয়ার কিনতে নেমেছিল দুটি দল।
নিলামে কলকাতা নাইট রাইডার্স শাকিব অল হাসানকে (Shakib al Hasan) ৩.২ কোটি টাকা কিনেছে। এছাড়াও ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংকে (Harbhajan Singh) কিনেছে ২ কোটি টাকায়। বেন কাটিংকে ৭৫ লাখ টাকায় কিনেছে কেকেআর। এছাড়াও নাইট শিবিরে এসেছেন করুণ নায়ার, শেল্ডন জ্যাকসন, পবন নেগি, ভেঙ্কটেশ আইয়ার এবং বৈভব অরোরা। নিলামের আগে কেকেআর-র তালিকায় ১৭ জন খেলোয়াড় ছিল। আরও পড়ুন: IPL Auction 2021 Live Updates: জেনে নিন কোন খেলোয়াড়কে কত দামে কিনল কোন দল
এক নজরে নিলামে কাদের কিনল কলকাতা নাইট রাইডার্স:
- Shakib Al Hasan for Rs 3.2 crores
- Sheldon Jackson for Rs 20 lakhs
- Vaibhav Arora for RS 20 lakhs
- Karun Nair for 50 lakhs
- Harbhajan Singh for 2cr
- Ben Cutting for 75lakhs
- Venkatesh Iyer (20 lakhs)
- Pawan Negi (50 lakhs)
কেকেআর তাদের বেশিরভাগ মেন খেলোয়াড় যেমন ইয়ন মরগান, প্যাট কামিন্স এবং শুভমন গিল সহ অন্যদের ধরে রেখেছে এবং টম ব্যান্টন, ক্রিস গ্রিন, সিদ্ধেশ লাদ, নিখিল নায়েক, এম সিদ্ধার্থকে ছেড়ে দেয়। কেকেআর শিবিরে থেকে যাওয়া খেলোয়াড়রা হলেন- ইয়ন মরগান, দীনেশ কার্তিক, নীতীশ রানা, শুভমন গিল, রিঙ্কু সিং, রাহুল ত্রিপাঠি, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, প্যাট কমিনস, প্রসিদ্ধ কৃষ্ণ, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সিফার্ট।