Kolkata Knight Riders IPL 2022 Schedule: কবে, কার সঙ্গে খেলবে কলকাতা নাইট রাইডার্স, জেনে নিন কেকেআর-র সম্পূর্ণ সূচি

ইন্ডিয়ান সুপার বা আইপিএল-র সম্পূর্ণ সূচি (IPL 2022 Full Schedule) প্রকাশ করল বিসিসিআই (BCCI)। ২৬ মার্চ থেকে যে আইপিএল শুরু হতে চলেছে তা আগেই জানিয়েছিল বিসিসিআই। এ বার প্রতিযোগিতার সম্পূর্ণ সূচি প্রকাশ করল তারা। আইপিএল ২০২২-র প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। গত আইপিএল ফাইনালে ইয়ন মরগানের নেতৃত্বাধীন কেকেআরকে পরাজিত করে চতুর্থবারের মতো ট্রফি জিতেছিল সিএসকে। এবার কলকাতা শিবিরের নেতৃত্বে থাকবেন শ্রেয়স আইয়ার।

এ বারের আইপিএল-এ গ্রুপ পর্যায়ে মোট ১৪টি ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী ম্যাচের পর কলকাতার পরের ম্যাচ ৩০ মার্চ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। এরপরের খেলা ১ এপ্রিল ওয়াংখেড়েতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ৬ এপ্রিল পুণের এমসিএ স্টেডিয়ামে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবেন প্যাট কামিন্সরা। ১০ এপ্রিল ব্রেবোর্ন স্টেডিয়ামে কলকাতার খেলা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ১৫ এপ্রিল ওই মাঠেই তারা মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদের। এরপর ১৮ তারিখ ব্রেবোর্নেই রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে নামবেন শ্রেয়সরা।

২৩ এপ্রিল ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গুজরাত টাইটানসের মুখোমুখি হবে কেকেআর। ২৮ তারিখ দিল্লির বিরুদ্ধে খেলা রয়েছে কলকাতার। ২ মে ওই মাঠেই রাজস্থানের মুখোমুখি হবে কেকেআর। এরপর ৭ মে পুনেতে লখনউ সুপার জায়ান্টস, ৯ মে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স, ১৪ মে ফের পুনেতে সাইরাইজার্স হায়দরাবাদ ও ১৮ মে ডিওয়াই পাটিলে লখনউয়ের  বিরুদ্ধে গ্রুপের শেষ ম্য়াচ খেলবেন শ্রেয়সরা।

March 26: Chennai Super Kings vs Kolkata Knight Riders (7.30PM, Wankhede Stadium)

March 30: Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders (7.30PM, DY Patil Stadium)

April 1: Kolkata Knight Riders vs Punjab Kings (7.30PM, Wankhede Stadium)

April 6: Kolkata Knight Riders vs Mumbai Indians (7.30PM, MCA Stadium Pune)

April 10: Kolkata Knight Riders vs Delhi Capitals (3.30PM, Brabourne - CCI)

April 15: Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders (7.30PM, Brabourne - CCI)

April 18: Rajasthan Royals vs Kolkata Knight Riders (7.30PM, Brabourne - CCI)

April 23: Kolkata Knight Riders vs Gujarat Titans (3.30PM, DY Patil Stadium)

April 28: Delhi Capitals vs Kolkata Knight Riders (7.30PM, Wankhede Stadium)

May 2: Kolkata Knight Riders vs Rajasthan Royals (7.30PM, Wankhede Stadium)

May 7: Lucknow Super Giants vs Kolkata Knight Riders (7.30PM, MCA Stadium, Pune)

May 9: Mumbai Indians vs Kolkata Knight Riders (7.30PM, DY Patil Stadium)

May 14: Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad (7.30PM, MCA Stadium, Pune)

May 18: Kolkata Knight Riders vs Lucknow Super Giants (7.30PM, DY Patil Stadium)

১০ এপ্রিল ও ২৩ এপ্রিল দুপুর সাড়ে তিনটে থেকে ম্যাচ খেলবে কলকাতা। বাকি সব ম্যাচ হবে সাড়ে সাতটা থেকে।