Marnus Labuschagne and David Warner (Photo Credit: Brisbane Heat/ Twitter)

২৯ জানুয়ারি, রবিবার বিগ ব্যাশ লিগ (Big Bash League) ২০২২-২৩-এর নকআউট পর্বে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস (Melbourne Renegades) ও ব্রিসবেন হিট (Brisbane Heat)। মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে (Docklands Stadium, Melbourne) অনুষ্ঠিত হবে ম্যাচটি। উসমান খোয়াজার (Usman Khawaja) নেতৃত্বে দ্য হিট একসময় পয়েন্টের তলানিতে থেকে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে প্লে-অফের পথে হাঁটতে সক্ষম হয়েছে। পার্থ স্কর্চার্সের বিপক্ষে ফাইনালে ওঠা থেকে মাত্র দুই ধাপ দূরে তারা। অ্যারন ফিঞ্চের (Aaron Finch) নেতৃত্বাধীন দ্য রেনেগেডস ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। ২৪ জানুয়ারি অ্যাডিলেড স্ট্রাইকার্সকে (Adelaide Strikers) ৬ উইকেটে হারানোর পর আজ তারা মাঠে নামবে। অধিনায়ক ফিঞ্চের নজর থাকবে যাতে তারা ফাইনালের দিকে এগিয়ে যায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

২৯ জানুয়ারি বিগ ব্যাশ লিগের নকআউট ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস (Melbourne Renegades) এবং ব্রিসবেন হিট (Brisbane Heat)। মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে (Docklands Stadium, Melbourne) হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) দুপুর ১:৪৫-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে।