KKR vs MI (Photo Credit: KKR/ X)

শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (KKR) আজ, শনিবার ১১ ই মে কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪ (IPL 2024)-এর ম্যাচ ৬০তম এ হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) আতিথ্য দেবে। ৩ মে মুম্বাইয়ে কেকেআর এমআইকে ২৪ রানে পরাজিত করার পর আজ উভয় দল একে অপরের মুখোমুখি হবে। আট ম্যাচে আট জয়ের পর কলকাতা নাইট রাইডার্স বর্তমানে আইপিএল ২০২৪ পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। শেষ তিন ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা। শেষ ম্যাচে এলএসজিকে ৯৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে কেকেআর। অন্যদিকে, আইপিএল ২০২৪-এর প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচে মাত্র ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে আছে তারা। তবে নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে তারা। KKR Fan Emotional Meeting Gambhir: চোখে জল, গম্ভীরকে কেকেআরে রাখতে আবেগে ভক্তের গলায় 'তোমায় হৃদমাঝরে রাখবো'

মুম্বই ইন্ডিয়ান্সঃ ইশান কিষাণ (উইকেটরক্ষক), রোহিত শর্মা, নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, অংশুল কাম্বোজ, পীযূষ চাওলা, জসপ্রিত বুমরাহ, নুয়ান তুশারা, নেহাল ওয়াধেরা, শামস মুলানি, শিবালিক শর্মা, দেওয়াল্ড ব্রেভিস, রোমারিও শেফার্ড, মহম্মদ নবি, শ্রেয়স গোপাল, লুক উড, হারভিক দেশাই, জেরাল্ড কোয়েটজি, অর্জুন তেন্ডুলকর, কুমার কার্তিকেয়, আকাশ মাধওয়াল, কোয়েনা মাফাকা।

কলকাতা নাইট রাইডার্সঃ সুনীল নারিন (উইকেটরক্ষক), অ্যাংক্রিস রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, অনুকুল রায়, মণীশ পান্ডে, বৈভব অরোরা, শ্রীকর ভারত, শেরফেন রাদারফোর্ড, দুষ্মন্ত চামিরা, নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, চেতন সাকারিয়া, সাকিব হুসেন, সুয়শ শর্মা, আল্লাহ গজনফার।

কবে, কোথায় আয়োজিত হবে ২০২৪ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ?

১১ মে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আয়োজিত হবে ২০২৪ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ।

কখন থেকে শুরু হবে ২০২৪ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ?

২০২৪ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ২০২৪ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ

সরাসরি টিভিতে ২০২৪ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ২০২৪ আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।