ফাইল ফোটো (Photo Credits: IANS)

২৩ সেপ্টেম্বর শেখ জায়েদ স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে নামবে কেকেআর (Kolkata Knight Riders)। আইপিএল-এ (Indian Premier League Season) সেটি হবে ওই মরসুমের পাঁচ নন্বর ম্যাচ। দলের ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের ব্যাটসম্যান টম ব্যান্টনকে ওই ম্যাচে পাওয়া যাবে। এই তিন ক্রিকেটার বর্তমানে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে খেলছেন। গতবার আইপিএল পাঁচ নম্বরে শেষ করেছে কেআরআর। এবার তৃতীয়বার শিরোপা জিততে দলের বিদেশ খেলোয়াড়দের ওপর অনেকটাই নির্ভর করছেন দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন দলটি। প্যাট কামিন্স থাকা দলের বোলিং আক্রমণ বেশ মজবুত। এদিকে ২০১৪ সালের আইপিএল-র কয়েকটি ম্যাচ হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের দল।

গৌতম গম্ভীরের নেতৃত্বে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল শিরোপা জিতেছিল কেকেআর। এছাড়াও আরও কয়েকবার দৌড়ে এগিয়ে থেকে শিরোপা জিততে ব্যর্থ হয় তারা। তবুও ক্রিকেট ভক্তরা এবার বড় কিছু আশা করছে দীনেশ কার্তিকদের থেকে। কারণ তারকা, তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারে মিশেল রয়েছে কেকেআর শিবিরে। তাই অন্য দলের সমীহ আদায় করছে তারা। আরও পড়ুন: IPL 2020 Live Streaming Online for KKR Fans: চ্যাম্পিয়নের খেতাব জিততে প্রস্তুতি তুঙ্গে কেকেআরের; কীভাবে দেখবেন পছন্দের টিমের ম্যাচ? জানুন বিস্তারিত

এক নজরে কেকেআর শিবির পর্যবেক্ষণ:

ওপেনার: ক্রিস লাইন মুম্বইয়ে যোগ দেওয়াতে কেকেআর-কে এই মরসুমে নতুন ওপেনার জুটি ঠিক করতে হবে। সুনীল নারিন ওপেন করবেন তা এক প্রকার ঠিকই আছে। তার সঙ্গে সঙ্গত দিতে পারেন শুভমন গিল। গত কয়েক বছর বেশ ভালো ফর্মে রয়েছেন। অন্যদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুরন্ম ফর্মে ছিলেন নারিন।

মিডল অর্ডার: নীতীশ রানে গত কয়েক মরসুমে ভালো ফর্মে ছিলেন। তাই তিন নম্বরে তিনিই যোগ্য। বিগ হিট করা ছাড়াও রানে কয়েক ওভার বলও করত পারেন। চার নম্বরে নামতে পারেন ইয়ন মর্গান। তিনিই ব্যাটিং লাইনআপ ধরে রাখবেন। অধিনায়ক দীনেশ কার্তিক পাঁচ নম্বরে নামতেই পছন্দ করেন। এদিকে ছয় নম্বরে নামা নিয়ে রিঙ্কু সিং ও রাহুল ত্রিপাঠীর মধ্য়ে লড়াই হবে।

অল রাউন্ডার: ব্যাট হাতে ওপেন করতে নামলেও বল হাতেও সমান পারদর্শী সুনীল নারিন। তাঁর ঝুলিতে রয়েছে বেশ অভিজ্ঞতা। আরেক অল রাউন্ডার হলেন আন্দ্রে রাসেল।

বোলার: বল হাতে কেকেআর শিবিরের বড় সম্পদ প্যাট কামিন্স। দলের পেস আক্রমণ তিনিই নেতৃত্ব দেবেন। যে কোনও ব্যাটসম্যানের ত্রাস হয়ে উঠতে পারেন তিনি। এছাড়াও দলে রয়েছেন স্পিনার কুলদীপ যাদব। বাকি দুজন পেস বোলার নিশ্চয় ভারতীয় হবেন। প্রসিদ্ধ কৃষ্ণা ও শিবম মাভি রয়েছেন তালিকায়।

একনজরে কেকেআর শিবিরের সম্ভাব্য একাদশ: দীনেশ কার্তিক, ইয়ন মর্গান, আন্দ্রে রাসেল, শিবম মাভি, প্যাট ক্যামিন্স, সুনীল নারিন, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, শুভমন গিল, নীতীশ রানে, রিঙ্কু সিং।