Joe root: দশ হাজারী রুটের এবার টেস্টে বল হাতে হাফ সেঞ্চুরি, মুলতানে গড়লেন বড় নজির
Joe Root on Jack Leach Head Photo Credit: Twitter@TheRealPCB

মুলতান, ১২ ডিসেম্বর: অনন্য নজির ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুটের। সোমবার মুলতান টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের ফাহিম আশরাফকে আউট করে বড় নজির গড়লেন রুট। টেস্টে বল হাতে ৫০টা উইকেট নেওয়া হয়ে গেল রুটের। আর আগেই ব্যাট হাতে পাঁচ দিনের ক্রিকেটে দশ হাজার রান করার রেকর্ড আছে রুটের।

দেশের হয়ে ১২৬টি টেস্টে ১০ হাজার ৬২৯ রান ও ৫০টি উইকেট নিয়েছেন রুট। মুলতান টেস্টের প্রথম ইনিংসে দুটি উইকেট নেন রুট।

দেখুন টুইট

এর ফলে টেস্টে দুনিয়ার তৃতীয় ক্রিকেটার হিসেবে একই সঙ্গে দশ হাজার রান ও ৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার স্টিভ ওয়া ও দক্ষিণ আফ্রিকার জাক কালিস এর আগে টেস্টে দশ হাজার রান ও ৫০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন।