আজ ৩ ফেব্রুয়ারি এসএ২০ (SA20)-এর ২৪ নম্বর ম্যাচে মুখোমুখি হবে পারল রয়্যালস (Paarl Royals) ও জোবার্গ সুপার কিংস (Joburg Super Kings)। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে (Wanderers Stadium, Johannesburg) ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সুপার কিংস। চলতি মরশুমে, পরপর দু'টি জয় নিয়ে মাঠে নামছে তারা। শেষ ম্যাচে ডারবান সুপার জায়ান্টসকে (Durban Super Giants) আট উইকেটে পরাজিত করে তারা। অন্যদিকে, শেষ ম্যাচে সানরাইজার্স ইস্টার্ন কেপের (Sunrisers Eastern Cape) বিপক্ষে পাঁচ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে পার্ল রয়্যালস। ৮ ম্যাচে ৪ জয় ও ৪ পরাজয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রয়্যালস।
Two 🔝 sides gear up for another edge-of-the-seat #SA20 clash 🔥
🎬: @JSKSA20 🆚 @paarlroyals
📍: Wanderers Stadium
⏰: Feb 3, 4:30 PM
📲📺: #JioCinema, #Sports18 & @ColorsTvTamil #SA20onJioCinema #SA20Sports18 | @SA20_League pic.twitter.com/r0RTqJ4pH7— JioCinema (@JioCinema) February 3, 2023
কবে, কোথায় আয়োজিত হবে জোবার্গ সুপার কিংস বনাম পার্ল রয়্যালসের খেলা?
৩ ফেব্রুয়ারি, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে (Wanderers Stadium, Johannesburg) জোবার্গ সুপার কিংস বনাম পার্ল রয়্যালসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে ডারবান জোবার্গ সুপার কিংস বনাম পার্ল রয়্যালসের খেলা?
এসএ২০ ২০২৩-এর জোবার্গ সুপার কিংস বনাম পার্ল রয়্যালসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ০০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema App) অ্যাপে।