মহিলাদের টি-২০ চ্যালেঞ্জের (Women’s T20 Challenge 2020) সূচি ঘোষণা করল বিসিসিআই (BCCI)। আজ থেকে সংযুক্ত আরব আমিরশাহিতেই হবে এই টুর্নামন্ট। এবছর তিনটি দল নিয়ে টুর্নামেন্ট হতে চলেছে। সুপারনোভাজ, ট্রেলব্লেজার্স ও ভেলোসিটি এই তিন দল আমিরশাহিতে খেলবে। সুপারনোভাজ, ট্রেলব্লেজার্স ও ভেলোসিটি এই তিন দলে যথাক্রমে হরমনপ্রিত কউর, স্মৃতি মান্ধনা ও মিতালি রাজ অধিনায়কত্ব করবেন।
ফাইনাল নিয়ে মোট ৪টি ম্যাচ খেলা হবে। সবকটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। তিনটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। সেরা দুটি দল ফাইনাল খেলবে ৯ নভেম্বর। আজ সন্ধে সাড়ে সাতটায় সুপারনোভাাজ বনাম ভেলোসিটির ম্যাচ দিয়ে মহিলা আইপিএল-র সূচনা হবে। ৫ নভেম্বর একই সময়ে ভেলোসিটি বনাম ট্রেলব্লেজার্সের ম্যাচ। ৭ নভেম্বর রয়েছে ট্রেলব্লেজার্স বনাম সুপারনোভাস। ৯ নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটায় হবে ফাইনাল। আরও পড়ুন: Shane Watson Announces Retirement: ক্রিকেট দুনিয়া থেকে অবসর ঘোষণা শেন ওয়াটসনের
Match | Date | UAE Time | India Time | Team 1 | Team 2 | Venue |
Match 1 | 04-Nov-20 | 6:00 PM | 7:30 PM | Supernovas | Velocity | Sharjah |
Match 2 | 05-Nov-20 | 2:00 PM | 3:30 PM | Velocity | Trailblazers | Sharjah |
Match 3 | 07-Nov-20 | 6:00 PM | 7:30 PM | Trailblazers | Supernovas | Sharjah |
Match 4 | 09-Nov-20 | 6:00 PM | 7:30 PM | FINAL | Sharjah |
ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেটাররা অংশ নিচ্ছেন মহিলা টি-২০ চ্যালেঞ্জে। প্রথমবার থাইল্যান্ডের একজন ক্রিকেটারও খেলবেন।