IPL on Jio Cinema (Photo Credit: IANS/ Twitter)

আইপিএল ২০২৩-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচে শুভমান গিলের সেঞ্চুরির সুবাদে নতুন বিশ্বরেকর্ড গড়েছে জিও সিনেমা। গিলের ইনিংস এবং টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্যর শেষ মুহূর্তের ঝড়ে বিশ্বরেকর্ড ছুঁয়েছে যা ছাড়িয়ে গিয়েছে মঙ্গলবার রাতে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স প্রথম কোয়ালিফায়ারে জিও সিনেমার রেকর্ড। শুধু তাই নয় এটি ভেঙ্গে দিয়েছে ২০১৯ বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনালের প্রথম সেটের দর্শক রেকর্ড। আইপিএল ২০২৩-এ জিও সিনেমার উপস্থাপনা ধারাবাহিকভাবে নতুন নজির স্থাপন করেছে এবং প্রায় প্রতি সপ্তাহেই রেকর্ড ভেঙে দিয়েছে, যা ক্রিকেট ভক্তদের পছন্দের স্পষ্ট প্রমাণ। IPL 2023 Prize Money: তৃতীয় হয়ে মুম্বই ইন্ডিয়ন্স পেল ৭ কোটি, চ্যাম্পিয়নদের জন্য পুরস্কার মূল্য কত

১৭ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ধোনির চেন্নাইয়ের দুরন্ত লড়াই দেখতে জিও সিনেমায় হাজির হয়েছিলেন ২.৪ কোটি দর্শক। গত ১২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ধোনির বাহিনীর ম্যাচে রেকর্ড হয় ২.২ কোটি রানের। ২০২৩-এর আইপিএলের প্রথম সাত সপ্তাহে ১৫০০ কোটি ভিডিও ভিউ ডিজিটাল স্পোর্টসের দুনিয়ায় বিশ্বমানের নজির গড়েছে জিও সিনেমা। হাড্ডাহাড্ডি ম্যাচের পাশাপাশি জিও সিনেমাতে রয়েছে বিভিন্ন ফ্যান-কেন্দ্রিক অফার যেমন সমস্ত নেটওয়ার্ক গ্রাহকদের মধ্যে বিনামূল্যে স্ট্রিমিং, 4K স্ট্রিমিং, ১২টি ভাষার ধারাভাষ্য ও ফ্রি-টু-প্লে প্রতিযোগিতায় 'জিতো ধন ধনা ধন', গাড়িসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।