চলতি লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৩-এর ১৫ নম্বর ম্যাচে ১২ আগস্ট কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে জাফনা কিংস ও বি-লাভ ক্যান্ডি। থিসারা পেরেরার নেতৃত্বাধীন কিংস ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্টে রয়েছে। আগের ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সকে ছয় উইকেটে হারিয়েছে তারা। ১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে জাফনা কিংস। ৩২ বলে ৪৬ রান করেন নিশান মাদুশকা। এছাড়াও কিংসকে করা ১৩টি ওয়াইড বল জয় পেতে সহায়তা করে। ওয়ানিন্দু হাসারাঙ্গার নেতৃত্বে দুর্দান্ত ফর্মে রয়েছে ক্যান্ডি। প্রথম দু'ম্যাচের পর পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে এসে ঠেকেছিল তারা। কিন্তু টানা তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে তারা। গাল টাইটানসকে ৮৯ রানে হারানোর পর আজ মাঠে নামবে তারা। কলম্বোর পিচ প্রথম লেগে প্রথমে ব্যাট করতে নেমে দলকে সাহায্য করেছে। তাই আগে ব্যাট করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে, শনিবার কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ। Shahnawaz Dahani: পাক দলে নেই নাম! সাংবাদিকদের বিপক্ষে টুইটারে ক্ষোভ উগরে শাস্তির মুখে শাহনওয়াজ দাহানি
Game number 14 lit up the RPICS!#LPL2023 #LiveTheAction pic.twitter.com/3E4xu8gDan— LPL - Lanka Premier League (@LPLT20) August 12, 2023
জাফনা কিংসঃ রাহমানুল্লাহ গুরবাজ, চরিত আসলঙ্কা, আসেলা গুনারত্নে, ডেভিড মিলার, শোয়েব মালিক, নিশান মাদুশকা (উইকেটকিপার), থিসারা পেরেরা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহেশ থিশানা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান তুষারা।
বি-লাভ ক্যান্ডিঃ ফখর জামান, দীনেশ চান্ডিমাল, মহম্মদ হারিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসিফ আলি, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), ইসুরু উদানা, দুষ্মন্ত চামিরা, মুজিব উর রহমান, নুয়ান প্রদীপ।
কবে, কোথায় আয়োজিত হবে জাফনা কিংস বনাম বি-লাভ ক্যান্ডি, লঙ্কা প্রিমিয়ার লীগ?
১২ আগস্ট কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) লঙ্কা প্রিমিয়ার লীগে মুখোমুখি হবে জাফনা কিংস ও বি-লাভ ক্যান্ডি।
কখন থেকে শুরু হবে জাফনা কিংস বনাম বি-লাভ ক্যান্ডি, লঙ্কা প্রিমিয়ার লীগ?
২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে জাফনা কিংস বনাম বি-লাভ ক্যান্ডি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় বিকেল ৪টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন জাফনা কিংস বনাম বি-লাভ ক্যান্ডি, লঙ্কা প্রিমিয়ার লীগ?
২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে জাফনা কিংস বনাম বি-লাভ ক্যান্ডি ম্যাচটি ভারতে এবং বাংলাদেশে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন জাফনা কিংস বনাম বি-লাভ ক্যান্ডি, লঙ্কা প্রিমিয়ার লীগ?
২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে জাফনা কিংস বনাম বি-লাভ ক্যান্ডি ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে।