Photo Credits: ANI

পাল্লেকেলে: কথায় বলে চাপের ম্যাচে ভালো খেললেই সবাই তারিফ করে। তাতে নাকি প্রমাণ মেলে দমের। শনিবার বৃষ্টিবিঘ্নিত এশিয়া কাপের (Asia Cup 2023) সবথেকে হাইভোল্টেজ ম্যাচে তা ফের প্রমাণ করলেন ভারতীয় ক্রিকেটার ইশান কিষাণ (Ishan Krishan) ও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে খেলতে নেমে ভারতের (India) প্রথম দিকের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও দেশকে ম্যাচে ফেরালেন ইশান আর হার্দিক। তাঁদের ১৩৮ রানের পার্টনারশিপের উপর ভর করেই ২৬৬ রানে ইনিংস শেষ করল টিম ইন্ডিয়া। ১৫ ওভারের মধ্যে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের বাঁ-হাতি বোলিং ব্রিগেডের সামনে ধুঁকতে থাকা ভারত, ইশানের ৮১ বলে ৮২ ও হার্দিকের ৯০ বলে ৮৭ রানের জোরেই ম্যাচে ফিরে আসে। পরে তাঁরা আউট হতে পাকিস্তান আবার ম্যাচে ফিরে এসেছিল। কিন্তু, যশপ্রীত বুমরা ভারতকে ২৫০ রানের গণ্ডি পার করান।

শ্রীলঙ্কার পাল্লেকেলে (Pallekele) স্টেডিয়ামে এশিয়া কাপের সবথেকে উত্তেজক ম্যাচের শুরু থেকে উত্তেজনা ছিল ভরপুর। ইনিংসের শুরু বৃষ্টির জন্য খেলা দু-বার বন্ধ হওয়ার ফাঁকে পাকিস্তানের আগুনে বোলিংয়ের সামনে হার স্বীকার করে সাজঘরে ফেরেন ভারতের প্রথম দিকের ব্যাটসম্যানরা। রোহিত শর্মা ১১ আর বিরাট কোহলিকে চার রানে বোল্ড করেন শাহিন শাহ আফ্রিদি আর হ্যারিস রউফ ফেরেন শুভমান গিল ও শ্রেয়স আইয়ারকে। শেষ পর্যন্ত পাকিস্তানের শাহিন চারটি আর হ্যারিস ও নাসিম তিনটি করে উইকেট নিয়ে এই প্রথম এশিয়া কাপের ইতিহাসে কোনও দলের হয়ে ফাস্ট বোলারদের সবকটি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফের বৃষ্টি শুরু হওয়ায় পাকিস্তান এখন মাঠে নামতে পারেনি। পিচ পরীক্ষা করে দেখা হচ্ছে। আরও পড়ুন: Rohit Sharma Stops Cameraman, IND vs PAK: দেখুন, ভারত বনাম পাকিস্তান ম্যাচে ক্যামেরাম্যানকে ভিডিও করতে বাধা রোহিতের