চার বছর পর আবার আগের রূপে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), আজ ৩১ মার্চ আহমেদাবাদে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইতে চলেছেন গায়ক অরিজিৎ সিং। অভিনেত্রী তামান্না ভাটিয়ার আইপিএলে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে পারফর্ম করার জন্য রশ্মিকা মন্দনাও থাকছেন। টাইগার শ্রফ ও ক্যাটরিনা কাইফকেও আশা করা হচ্ছে দেখা যাবে। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য থাকছে মিড-ইনিংসের ড্রোন শো। এই সেগমেন্টে ১,৫০০ ড্রোনের নৃত্য পরিবেশিত হবে, যা স্টেডিয়ামের উপরে আকাশকে সাজিয়ে তুলবে, একে অপরের মধ্যে বুনন করে 2D এবং 3D চিত্র তৈরি করবে। পুলওয়ামা হামলার তারপর বিসিসিআই কোভিড-১৯ মহামারীর পর কোনও উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছিল।
Get ready to rock & roll! 🎶
To celebrate the biggest cricket festival, @arijitsingh will be performing LIVE during the #TATAIPL Opening Ceremony at the biggest cricket stadium in the world - Narendra Modi Stadium! 🏟️
🗓️ 31st March, 2023 - 6 PM on @StarSportsIndia & @JioCinema pic.twitter.com/K5nOHA2NJh— IndianPremierLeague (@IPL) March 29, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান?
৩১ মার্চ ভারতীয় সময় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
কখন থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায়। মহিলা প্রিমিয়ার লিগের ন্যায় এটিও চলবে ৪৫ মিনিট।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান
সরাসরি টিভিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) এবং ভুট (Voot) অ্যাপে।