IPL 2024 Auction (Photo Credit: Cricket Enthusiast/ X)

নতুন বছরের শুরুতেই আইপিএল। হাতে আর কয়েকটি দিন মাত্র। সেই সূচনাতে আজ (১৯ ডিসেম্বর, মঙ্গলবার) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ (IPL 2024)-এর নিলাম (IPL Auction 2024) অনুষ্ঠিত হবে। এবারের আইপিএল নিলামে ৩৩৩ জন প্লেয়ার রয়েছেন তালিকায়। ইতিমধ্যেই রিটেনশন লিস্ট জমা দিয়েছে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ কোন তারকাকে ধরে রাখতে চায় তারা ও কাকে ছেড়ে দিতে চায় সেই চূড়ান্ত তালিকা জমা দেওয়া হয়ে গিয়েছে। সব মিলিয়ে এখনও ৭৭ টি আসন ফাঁকা রয়েছে।

কোথায় হবে IPL Auction 2024?

দুবাইয়েক কোকা কোলা এরিনায় বসবে মিনি নিলামের আসর। ভারতীয় সময় দুপুর ২.৩০ টোয় শুরু হবে নিলাম। দ্বিতীয় বারের মতো দেশের বাইরে নিলাম হতে চলেছে।

কতজন প্লেয়ার রয়েছেন নিলামের তালিকা?

মোট ৩৩৩ জন প্লেয়ার রয়েছে নিলামের তালিকায়। তার মধ্যে ৭৭ জন প্লেয়ারকে কিনবে ১০টি টিম। ৩৩৩ জনের মধ্যে ২১৪ ভারতীয়। বাকি ১১৯ জন বিদেশি। এই ১১৯ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে ২ জন আইসিসি সহযোগী দেশের। ৩৩৩ জনের মধ্যে ১১৬ জন আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার। বাকি ২১৫ জন নতুন মুখ।আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি তাঁদের।

IPL Auction 2024 কোথায় দেখা যাবে?

আইপিএল নিলাম ২০২৪ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। তবে নিলাম প্রক্রিয়া স্ট্রিমিং হবে না স্টার স্পোর্টসে। ল্যাপটপ, মোবাইল বা ট্যাবে নিলাম দেখতে গেলে Jio Cinema-এ লাইভ স্ট্রিমিং দেখা যাবে।