IPL Mini Auction (Photo Credit: Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৩ সালের ক্রিকেটারদের নিলামের তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২২ সালের ২৩ ডিসেম্বর কোচিতে ৪০৫ জন ক্রিকেটারের নিলাম অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে ৯৯১ জনের প্রাথমিক তালিকা থেকে ১০টি দল মিলিয়ে মোট ৩৬৯ জন ক্রিকেটারকে বাছাই করা হয়। ২০২৩ সালের আইপিএল নিলামে মোট ৪০৫ জন ক্রিকেটারকে নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ জন বিদেশি। সর্বমোট খেলোয়াড়ের মধ্যে ১১৯ জন (যারা খেলেছে),বাকী খেলোয়াড় সংখ্যা ২৮২ জন (যারা খেলার সুযোগ পায়নি) এবং সহযোগী দেশ থেকে রয়েছেন ৪ জন। এখন সর্বোচ্চ ৮৭টি স্লট বাকী রয়েছে, যেখানে বিদেশি খেলোয়াড়দের জন্য ৩০টি পর্যন্ত স্লট দেওয়া হয়েছে। ২ কোটি টাকা সর্বোচ্চ রিজার্ভ প্রাইসে ১৯ জন বিদেশি ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। নিলামে ১১ জন ক্রিকেটারের বেস প্রাইস দেড় কোটি টাকা। ২০ জন ক্রিকেটারের তালিকায় রয়েছেন ভারতের দুই ক্রিকেটার ময়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) ও মণীশ পাণ্ডে ( Manish Pandey) তাঁদের বেস প্রাইস ১ কোটি টাকা।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন আইপিএল ২০২৩ নিলাম (ভারতীয় সময় অনুসারে)

২৩ ডিসেম্বর, শুক্রবার ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে কোচিতে। ভারতীয় সময় অনুসারে দুপুর ২ঃ৩০-টেয় শুরু হবে এই প্রক্রিয়া। সরাসরি টিভিতে দেখতে পাবেন স্টার স্পোর্টস চ্যানেলে (Star Sports Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা অ্যাপে (Jio Cinema App) ।