Rain at Ahmedabad's Narendra Modi Stadium (Photo Credits: Twitter)

রবিবার বৃষ্টিতে ধুয়ে গেল আইপিএল ২০২৩ এর ফাইনাল ম্যাচ (IPL 2023 Final)। আহমেদাবাদের আবহাওয়া এতটাই প্রতিকূল ছিল যে এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচের জন্যে টস পর্যন্ত করা সম্ভব হয়ে ওঠেনি। রিজার্ভ ডে হিসাবে সোমবার ২৯ মে ফাইনাল ম্যাচের দিন হিসাবে নির্ধারণ করা হয়। ধোনির সিএসকে (Chennai Super Kings) নাকি হার্দিকের গুজরাট টাইটান্স (Gujarat Titans) কাদের দখলে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ এর ট্রফি।

সোমবার রিজার্ভ ডে নির্ধারিত হলেও, এদিন আদেও কি ফাইনাল খেলা সম্ভব? আজ কেমন থাকবে আহমেদাবাদের আবহাওয়া? আজও বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ফাইনালের ম্যাচ? সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ক্রীড়াপ্রেমিদের মনে। গতকাল হতাশ হয়েই স্টেডিয়াম ছাড়তে হয়েছিল উপস্থিত সকল দর্শকদের। তাই আজকে রিজার্ভ ডের ফাইনাল নিয়ে কোনরকম প্রাকৃতিক দুর্যোগ চাইছে না কেউই।

আজ কেমন থাকবে আহমেদাবাদের আবহাওয়া?

CSK vs GT, Ahmedabad Weather, Rain Forecast (Photo Credits: Accuweather)

আইপিএল দর্শকদের জন্যে সুখবর। সোমবার আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই এখনও অবধি। আকাশ পরিষ্কার থাকবে। তাই ফাইনাল ম্যাচ খেলা নিয়ে এক প্রকার নিশ্চিন্ত দুই প্রতিপক্ষ।

তবে সোমবার রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টি আইপিএল ফাইনাল মাটি করে তাহলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষিত হবে।