গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দিনের মেগা নিলাম (IPL 2022 Mega Auction) শেষ হয়েছে। আজ নিলামের দ্বিতীয় দিন। গতকাল নিলামে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ১৫.২৫ কোটি টাকা খরচ করে ইশান কিষাণকে (Ishan Kishan) কিনে নিয়েছিল। গতকাল সর্বোচ্চ দর ওঠা ক্রিকেটার ছিলেন কিষাণই। নিলামে চেন্নাই সুপার কিংস (CSK) অলরাউন্ডার দীপক চাহারের (Deepak Chahar) জন্য ১৪ কোটি টাকা খরচ করেছে। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান মেগা নিলামের প্রথম দিনে যৌথ-সবচেয়ে দর ওঠা বিদেশি ক্রিকেটার ছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হাসরাঙ্গার জন্য ১০.৭৫ কোটি টাকা খরচ করেছে। আর সানরাইজার্স হায়দরাবাদ নিকোলাস পুরানের জন্য একই পরিমাণ টাকা খরচ করেছে।
গতকাল নিলামের প্রথম দিনে মোট ৭৪ জন খেলোয়াড় বিক্রি হয়েছেন। যাঁদের মধ্যে ২০ জন বিদেশি খেলোয়াড়। প্রথম দিনে মোট খরচ হওয়া অর্থের পরিমাণ ছিল ৩৮৮ কোটি ১০ লাখ টাকা। আরও পড়ুন: Maxwell To Marry Indian Fiancee: মার্চে বিয়ে গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি রমনের, ভাইরাল তাঁদের বিয়ের আমন্ত্রণ পত্র
সব থেকে বেশি টাকা রয়েছে পঞ্জাব কিংসের হাতে। তাদের হাতে এখনও ২৮ কোটি ৬৫ লাখ টাকা রয়েছে। প্রায় সব টাকাই খরত করে ফেলেছে লখনউ। তাদের হাতে মাত্র ৬ কোটি ৯০ লাখ টাকা রয়েছে। মুম্বই দলের হাতে ২৭ কোটি ৮৫ লাখ টাকা, চেন্নাই এবং হায়দরাবাদের হাতে এখনও ২০ কোটির বেশি টাকা রয়েছে। নতুন দল গুজরাতের হাতে রয়েছে ১৮ কোটি ৮৫ লাখ টাকা। দিল্লি ক্যাপিটালসের হাতে ১৬ কোটি ৫০ লাখ টাকা। কলকাতা নাইট রাইডার্সের হাতে রয়েছে ১২ কোটি ৬৫ লাখ টাকা। রাজস্থানের হাতে এখনও ১২ কোটির বেশি টাকা রয়েছে।
দিনের শেষে কোন দলের হাতে কত টাকা পড়ে রইল:
TEAM | FUNDS REMAINING | OVERSEAS PLAYERS | TOTAL PLAYERS |
Chennai Super Kings | ₹20,45,00,000 | 2 | 10 |
Delhi Capitals | ₹16,50,00,000 | 4 | 13 |
Gujarat Titans | ₹18,85,00,000 | 4 | 10 |
Kolkata Knight Riders | ₹12,65,00,000 | 3 | 9 |
Lucknow Super Giants | ₹6,90,00,000 | 4 | 11 |
Mumbai Indians | ₹27,85,00,000 | 2 | 8 |
Punjab Kings | ₹28,65,00,000 | 2 | 11 |
Rajasthan Royals | ₹12,15,00,000 | 3 | 11 |
Royal Challengers Bangalore | ₹9,25,00,000 | 4 | 11 |
Sunrisers Hyderabad | ₹20,15,00,000 | 2 | 13 |